‘সবাইকে এক দেখতে হয়ে যায় কী করে? AI নাকি’ প্লাস্টিক সার্জারি নিয় প্রশ্ন রাধিকার
রাধিকা আপ্তে সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্লাস্টিক সার্জারির বিষয়ে কথা বলেন। সেখানে অভিনেত্রী বলেন আজকালকার প্রজন্মের ছেলে মেয়েদের প্লাস্টিক সার্জারির পরও একই রকম দেখতে লাগে, কোনও পার্থক্য ধরা পড়ে না তেমন। অভিনেত্রী নিজে তাঁর স্কিন টোন নিয়ে ভীষণই খুশি। তিনি তাঁর ত্বক নিয়ে যে খুশি সেটা তিনি আগেও বারবার জানিয়েছেন। একই সঙ্গে সেটার তুলনা করেছেন তাঁদের সঙ্গে যাঁরা ছুরি বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে নিজেদের ঠোঁট বা চিকবোনে পরিবর্তন করেন।
রাধিকা আপ্তের মিসেস আন্ডারকভারে দেখা যেতে চলেছে। এই সিরিজটি জি ফাইভে মুক্তি পাবে। মিসেস আন্ডারকভার সিরিজটির পরিচালনা করেছেন অনুশ্রী মেহতা। এই কাজের প্রচারে গিয়ে তিনি একটি সাক্ষাৎকারে প্লাস্টিক সার্জারি নিয়ে নিজের মতামত জানান। তাঁকে যখন প্রশ্ন করা হয় আগেকার সময় থেকে এখন প্লাস্টিক সার্জারিতে কতটা বদল এসেছে তিনি উত্তরে বলেন, ‘প্লাস্টিক সার্জারি একটা বড় ব্যাপার। এখন সবাই এটা করাচ্ছে। মজার ব্যাপার হল সবাইকে এটার পর এক লাগে দেখতে। দেখে মনে হয় তাঁদের সবাইকে যেন আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে, বড় বড় ঠোঁট, চিকবোন, বা কিছু। আমি জানিও না ঠিক। কিন্তু তাঁদের সবাইকে এক লাগে দেখতে, যেটা বেশ অদ্ভুত। আর তারপর ফিল্টার, ইত্যাদি দিয়ে আরও কেমন যেন আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দিয়ে তৈরি করা বলে মনে হয়। আমি জানি না আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কী কিন্তু এটা বলছি কারণ ওদের সবার সেই এক তীক্ষ্ণ চিকবোন, যেন এক টুকরো প্লাস্টিক।’
আমি এটা বললাম কারণ আমি খুশি হতে চাই কোনও রকম ইন সিকিউরিটি ছাড়া। সেটা আমার কেরিয়ার হোক বা আমায় কেমন দেখতে সেটা নিয়ে যদি ভাববে, ডুবে যাবে তত সেটা নিয়ে প্রত্যাশা বেশি করে পাওয়ার চাহিদা বাড়তে থাকবে। এটা একটা ভ্রান্ত ধারণা যে একবার আমি সফল হলে এসব দূর হবে। কিন্তু এই ইনসিকিউরিটি কখনও দূর হয় না। আর সেই কারণে আমি এসব থেকে নিজেকে দূরে রাখি।’
তিনি একই সঙ্গে তাঁদের বিষয়েও কথা বলেন যাঁরা সিনেমাকে সত্যি বলে ধরে নিয়ে সেটা থেকে অনুপ্রাণিত হন। কিন্তু এটা কেবল মাত্র বিনোদনের একটা মাধ্যমে। তবে অভিনেত্রী জানান অনেকেই এটাকে সত্য বলে ধরে নেন।
মিসেস আন্ডারকভার সিরিজে রাধিকার সঙ্গে সুমিত ব্যাস, রাজেশ শর্মা প্রমুখকে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here