সবসময় এই সিরিজের অংশ হতে পারাটা উত্তেজনার: বর্ডার-গাভাসকার ট্রফি প্রসঙ্গে কোহলি
শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকার ট্রফির লড়াইয়ে নাগপুরে বৃহস্পতিবার প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। চার ম্যাচের টেস্ট সিরিজের লড়াইতে নামবে বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই শক্তিধর দুই দেশ। শেষ কয়েক বছরে এই সিরিজের গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভারত তাদের শেষ দুই অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিতে ফেরার পরে এই সিরিজ নিয়ে আলাদা একটা উন্মাদনা তৈরি হয়েছে। তার উপরে অস্ট্রেলিয়া দল ভারতে এসে ২০০৪ সালের পর থেকে আর সিরিজ জিততে পারেনি। ফলে অজিরা স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছে এবার সিরিজ জিততে। এমন আবহেই সিরিজ নিয়ে টুইট করলেন ভারতের তারকা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। লিখলেন সবসময় এই সিরিজের অংশ হতে পারাটা উত্তেজনার বিষয়।
আরও পড়ুন… জানেন ODI-এ এক নম্বর বোলার হওয়ার পরে অশ্বিনকে কী বলেছিলেন সিরাজ?
এই সিরিজে বিরাট টেস্টে তাঁর শতরানের খরা কাটাতে চাইবেন। গত তিন বছর ধরে টেস্টে শতরান নেই বিরাটের। যদিও সংক্ষিপ্ত ফর্ম্যাটে তিনি শতরানের খরা কাটিয়ে ওয়ানডে এবং টি-২০তে শতরান হাঁকিয়েছেন সম্প্রতি। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে অজিদের বিরুদ্ধে তাঁর রেকর্ডও যথেষ্ট ভালো। টেস্ট কেরিয়ারের বেশ কিছু দুরন্ত ইনিংস তিনি খেলেছেন অজিদের বিরুদ্ধে। নাগপুরে প্রথম টেস্টের আগে টুইটারে সিরিজ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। লেখেন ‘রানিং ইনটু বিজিটি (বর্ডার-গাভাসকার) টুমরো।’ অর্থাৎ গতকাল থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি। তিনি আরও যোগ করেন ‘সব সময় এই সিরিজের অংশ হতে পারাটা উত্তেজনার।’
আরও পড়ুন… Mayor’s Cup: স্কুল ক্রিকেটে বড় রেকর্ড! নব নালন্দা তুলল ১০৬৩ রান, প্রতিপক্ষ ৪ রানেই অলআউট
বিরাট ইতিমধ্যেই অজিদের বিরুদ্ধে টি ২০ টেস্ট খেলে ফেলেছেন। খেলেছেন ৩৬টি ইনিংস। তাঁর ঝুলিতে রয়েছে ১৬৮২ রান। গড় ৪৮.০৫। হাঁকিয়েছেন ৭টি শতরান। পাশাপাশি রয়েছে পাঁচটি অর্ধশতরানও। তাঁর সর্বোচ্চ স্কোর ১৬৯ রান। সাম্প্রতিক সময়ে তিনি ব্যাট হাতে ফের দুরন্ত ফর্মে ফিরে এসেছেন। ২০১৯ সালের নভেম্বরে শেষ আন্তর্জাতিক শতরানের পরে টেস্ট এবং টি-২০ তে ইতিমধ্যেই হাঁকিয়েছেন শতরান। যদিও টেস্টে গত তিন বছর ধরে এখনও শতরান হাঁকাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার পিচে মিচেল জনসন, মিচেল স্টার্কদের আগুনে পেস মোকাবিলা করেও অনবদ্য সব ইনিংস তিনি উপহার দিয়েছেন। ফলে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের জন্যে যে বিরাটের পারফরম্যান্স কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here