‘সবটাই ভুয়ো, নাটক’, সেরা ১৫-য় জায়গা হল না রিতো রিবার, ইন্ডিয়ান আইডল বয়কটের ডাক
শুরু হতে না হতেই তোপের মুখে ইন্ডিয়ান আইডল ১৩-র নির্মাতারা। অডিশন পর্ব শেষে ইন্ডিয়ান আইডলের সেরা ১৫ জন গায়ককে বাছাই করে নিয়েছেন বিচারকরা। সেরা ১৫-র তালিকা দেখে আনন্দে ডগমগ বাঙালি দর্শকরা। কারণ টপ পনেরোর মধ্যে সাত-জন বাঙালি গায়ক-গায়িকা রয়েছে। কমবেশি সকলেই বাংলা রিয়ালিটি শো-এর পরিচিত মুখ। কিন্তু বাংলার ভিড়ে অরুণাচলের গায়ক রিতো রিবা-র সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, এমনই দাবি উঠছে নেটপাড়ায়। সেরা পনেরো গায়কের মধ্যে জায়গা করে নিতে পারেননি রিতো, এটা হজম হচ্ছে না নেটিজেনদের। টুইটারে ক্ষোভ উগরে দিচ্ছেন জনতা।
বাকিদের চেয়ে রিতো অনেক বেশি যোগ্য সেরা ১৫-তে জায়গা পাবার, এমন দাবি তুলে ইন্ডিয়ান আইডল বয়কটের দাবি তুলছেন অনেকেই। একজন লেখেন, ‘বয়কট ইন্ডিয়ান আইডল… রিতো রিবার মতো ট্যালেন্টেড গায়কের জায়গা নেই, এটা রিয়ালিটি শো?’
অপর একজন সরাসরি নেহাকে আক্রমণ করে লেখেন, ‘বিচারক যখন অটো-টিউন কুইন, তখন কী আর আশা করা যায়? প্রকৃত গায়ক তাঁর যোগ্য মর্যাদা পাবে এই শো-তে?’
আরেক নেট নাগরিক ‘ইন্ডিয়ান আইডল’কে সরাসরি ‘স্ক্যাম’ বলে কটাক্ষ করেন।
এই প্রথম বিতর্কে জড়ালো না ইন্ডিয়ান আইডল, এর আগে নেহা-আদিত্যর স্ক্রিপ্টেড রোম্যান্স হোক বা জোর করে অরুণিতা-পবনদীপের প্রেম কাহিনি তুলে ধরার প্রচেষ্টা- বারবার নেটপাড়ার রোষের মুখে পড়েছেন নির্মাতারা।
চলতি সিজনে ইন্ডিয়ান আইডলের বিচারক হিসাবে নেহার পাশাপাশি থাকছেন হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানি।
For all the latest entertainment News Click Here