‘সবচেয়ে বড় পাওনা মিডল অর্ডার, সিম বোলিংয়ে মুগ্ধ’, সিরিজ সুইপ করে আপ্লুত রোহিত
ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে বিগত টি-২০ বিশ্বকাপ থেকেই বিতর্ক পিছু ধরেছিল। তবে সেই ‘টালমাটাল’ পরিস্থিতিতে বদলেছে। বিরাট যুগ শেষ হয়ে এখন রোহিত যুগের শুরু ভারতীয় দলে। এবং পুরোপুরি দায়িত্ব সামলাো শুরু করতেই নিজের অধিনায়কত্ব রেকর্ডকে ঈর্ষণীয় করে তোলার পথে এগোতে শুরু করলেন রোহিত শর্মা। ঘরের মাঠে ‘হার্ড হিটিং’ উইন্ডিজ দলকে টি-২০ সিরিজেও ক্লিন সুইপ করল রোহিতের দল। এবং সিরিজ জিতে স্বভাবতই আপ্লুত অধিনায়ক। স্কোরবোর্ডে ৩-০ দেখলে মনে হতেই পারে ভারত খুব সহজেই উইন্ডিজকে হারিয়েছে। যদিও আসল কথা, শিশির ভেজা ইডেনে পরপর দু’টি ম্যাচে প্রথমে ব্যাট করে জেতা বেশ কঠিন ছিল। তবে এই বিষয়ে ভাবতে নারাজ রোহিত।
এদিন ম্যাচ শেষের অনুষ্ঠানে ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করি বা বল, দল হিসেবে আমাদের সামনে সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে। আমরা শুধু উন্নতি করতে চাই। আমাদের মিডল অর্ডার তুলনামূলকভাবে নতুন। আমরা এক এক করে বাক্সে টিক মেরে যেতে চেয়েছিলাম। সিরিজ নিয়ে আমি খুশি। আমি মনে করি এই সিরিজ থেকে আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি।’
এদিকে নতুনদের নিয়ে খেলার প্রসঙ্গে রোহিত বলেন, ‘(দলে অনভিজ্ঞতা নিয়ে) আমরা কথা বলেছি। আমরা ভালো রান তাড়া করতে পারা দল। তবে স্কোয়াডে অনেকেই অনুপস্থিত।’ এদিকে কঠিন সময়ে পরপর দুই ম্যাচ দল প্রথমে ব্যাট করে জেতে। এই বিষয়ে অধিনায়ক বলেন, ‘প্রথমে ব্যাট করার সময় বিভিন্ন চ্যালেঞ্জ থাকে। ব্যাটাররা দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনুক- এটাই আমরা চেয়েছিলাম। দলগতভাবে আমাদের জন্য এটা শুভ লক্ষণ।’
রোহিত এদিন আরও বলেন, ‘ওয়ানডে সিরিজে সবচেয়ে বড় পাওনা ছিল মিডল অর্ডারের ব্যাটিং। আমি আমাদের সিম বোলিং দেখেও খুব মুগ্ধ হয়েছি। এমনকি এখানে আবেশের অভিষেক হয়েছে, হর্ষল খুব বেশি গেম খেলেনি এবং ঠাকুর ধারাবাহিকভাবে খেলছেন না। তাও দুটি ম্যাচেই আমরা রান রক্ষা করে জিততে পেরেছি। আমাদের জন্য এটা ভালো চ্যালেঞ্জ ছিল এবং আমরা ভালো করেছি। শ্রীলঙ্কা সিরিজের জন্য যাতে ক্রিকেটাররা ফিট থাকেন, সেই বিষয়চা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা। বিশ্বকাপ আসছে। তাই আমরা নিশ্চিত করতে চাই যে সবাই খেলার সুযোগ পাক। আমি প্রতিপক্ষের দিকে তাকাব না। দল হিসেবে আমাদের কী করণীয়, তা দেখব। আশা করি আমরা গ্রাউন্ড ফিল্ডিং এবং ক্যাচিংয়েও আরও ভালো করতে পারব।’
For all the latest Sports News Click Here