‘সবকিছুতে চ্যাম্পিয়ন থাকা অবস্থায় অবসর নিতে চাই’, ২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি?
শুভব্রত মুখার্জি: কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি গত বছরেই দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। অনেকে বিশেষজ্ঞ মনে করেছিলেন, এরপরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন কিংবদন্তি। কারণ এর আগের বছরে তার কোপা আমেরিকা জয় ও হয়ে গিয়েছিল। ফলে ক্লাব এবং দেশের হয়ে নতুন করে শিরোপা জয়ের আর কিছু বাকি নেই তাঁর। তবে সে পথে না হেঁটে এখনও জাতীয় দলের হয়ে দিব্যি খেলা চালিয়ে যাচ্ছেন মেসি। এই মুহূর্তে তিনি রয়েছেন চিন সফরে। সেখানে দুটি প্রীতি ম্যাচেও খেলেছেন দেশের হয়ে। অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া দুই দলকেই মেসিরা হারিয়েছেন ২-০ গোলে। আর এমন আবহেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারে অবসর নিয়ে বেশ গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন তিনি।
প্রসঙ্গত সবেমাত্র পিএসজি ছেড়ে তিনি যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ক্লাব এবং দেশ মিলিয়ে ইতিমধ্যেই ৪৩টি শিরোপা জিতে নিয়েছেন। সম্প্রতি অজিদের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের দ্রুততম গোলটিও করেছেন ৭৯ সেকেন্ডে।
এমন আবহেই বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তিনি। সেখানে তিনি বলেন, ‘আমি আমার কেরিয়ারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবকিছুতেই চ্যাম্পিয়ন থাকা অবস্থাতেই কেরিয়ার শেষ করতে চাই। বিষয়টি আমি খুব উপভোগ করছি।’
তিনি আরও বলেন, ‘আমি এটা শিখেছি খেলাটাকে সবসময় এইভাবে দেখলে হবে না যে আমি সবকিছু জিতবই। এখানে গোটা সফরটাকে দেখতে হবে। এই সফরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি মনে করি, কোনও কিছু পাওয়ার খিদে থাকলে সেটা নিয়ে আপ্রাণ চেষ্টা করা যায়। বিশেষ করে যখন কোনওকিছু আমাদের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে, তখন এই খিদে থাকা গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখা কখনও ছেড়ে দিও না।’
সম্প্রতি মেসির পিএসজি ছাড়া নিয়ে ও কম জলঘোলা হয়নি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে পর্যন্ত পিএসজি তথা ফ্রান্সে মেসির যোগ্যসম্মান না পাওয়া নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য ছিল, ‘যখন মেসির মতো একজন ফুটবলার ক্লাব ছেড়ে যাচ্ছে, তখন বিষয়টা কোনওভাবেই ভালো হিসেবে মেনে নেওয়া যায় না।’ এমবাপের বিস্ফোরক মন্তব্য ছিল, ‘মেসি চলে যাওয়াতে কিছু মানুষ কেন স্বস্তি পাচ্ছে সেটা আমার মাথায় ঢুকছে না।’
For all the latest Sports News Click Here