সপ্তাহের শুরুতেই অবতার ২-এর আয়ে পতন, তবুও ভারতেই পৌঁছে গিয়েছে ১৫০ কোটির কাছে
জেমস ক্যামেরনের ‘অবতার: দ্যা ওয়ে অব ওয়াটার’ ছবিটি ভারতীয় বক্স অফিসে শনি রবিবার দুর্দান্ত আয় করেছে। রবিবার তো ৪৬ কোটি টাকা পর্যন্ত আয় করেছে এই ছবি। যদিও নতুন সপ্তাহ পড়তেই ছবিটা পাল্টে গেল। সোমবার ৬০ শতাংশ আয় কমল এই ছবির। এদিন ১৮.৬০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। ফলে চারদিন মিলিয়ে ভারতীয় বক্স অফিসে ছবিটি ১৪৭.৬ কোটি টাকার ব্যবসা করেছে।
ছবিটি গত শুক্রবার, ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে, এদিন ছবিটি ভারতীয় বক্স অফিসে ৪১ কোটি টাকার ব্যবসা করে। এরপর প্রথম সপ্তাহান্তে ছবিটি মোট ১২৯ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটি ভারতে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে। এই ছবিটি ১৯২ মিনিটের একটি ছবি। অর্থাৎ ৩ ঘণ্টারও বেশি সময়ের ছবি এটি।
২০০৯ সালের হিট ছবি ‘অবতার’-এর সিক্যুয়েল হচ্ছে এই ছবিটি, অর্থাৎ অবতার: দ্য ওয়ে অব ওয়াটার। এটি একটি থ্রি ডি ছবি সেখানে ১০ বছর পর পাঁচ সন্তানের বাবা মা হিসেবে ফিরে এলেন স্যাম ওয়ার্থিংটন এবং জো সালদানা। কিন্তু তাঁদের শান্তিপূর্ণ জীবনে ব্যাঘাত ঘটায় আকাশের লোকজন। এই ছবিতে কেট উইন্সলেটকেও দেখা যাবে।
অবতার ছবিটি গোটা বিশ্বজুড়ে ২.৯ বিলিয়ন ডলার রোজগার করেছিল। তবে এই ছবিটির সিক্যুয়েল হিসেবে অবতার: দ্য ওয়ে অব ওয়াটার মুক্তি পেতে অনেকটা দেরি হল। এটার প্রধান কারণ হল জেমস ক্যামেরন এবং তাঁর সহ লেখকরা ছবিটিকে আরও চার ভাগে দেখাতে চেয়েছিলেন। ইতিমধ্যেই সেই তৃতীয় এবং চতুর্থ ভাগটির শ্যুটিং করা হয়ে গিয়েছে।
অবতার ২ ছবিটি ইতিমধ্যেই দর্শকদের ইতিবাচক রিভিউ পেয়েছে। যাঁরা ছবিটি দেখেছেন তাঁদের মধ্যে ৯৪ শতাংশেরই এই ছবিটি বেশ পছন্দ হয়েছে। ডিজনির থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের হেড টনি চেম্বার বলেছেন নতুন বছরের পরই এই ছবি কেমন ব্যবসা করল সেটার আন্দাজ পাওয়া যাবে। কারণ তিনি আশা করছেন আগামী বড়দিনের ছুটিতে ছবিটি ব্যাপক ব্যবসা করবে বিশ্বজুড়ে।
For all the latest entertainment News Click Here