সপ্তম সন্তানের বাবা হয়েছেন ৭৯ বছরে, ১৯ বছরের নাতিকে হারালেন রবার্ট ডি নিরো!
মে মাসেই সপ্তম সন্তানের বাবা হয়েছিলেন হলিউডের বিখ্যাত তারকা রবার্ট ডি নিরো। মাস ঘুরতে না ঘুরতেই শোকের ছায়া পরিবারে। প্রয়াত অভিনেতার কন্যা ড্রেনা ডি নিরোর ১৯ বছরের পুত্র সন্তান। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্টে ছেলে লিয়েন্দ্রোর মৃত্যু সংবাদ জানান ড্রেনা। তবে লিয়েন্দ্রোর মৃত্যুর কারণ নিয়ে কিছুই স্পষ্ট করেননি রবার্ট ডি নিরো কন্যা। আরও পড়ুন-প্রথম সন্তানের বয়স ৫১ বছর! সপ্তমবার বাবা হলেন ৭৯ বছরের হলিউড তারকা রবার্ট ডি নিরো
ইনস্টাগ্রামে ছেলের মৃত্যু সংবাদ জানিয়ে ড্রেনা লেখেন- ‘পরিবার থেকে একটা দেবদূত চলে গেল’। দীর্ঘ বার্তায় সন্তানহারা মায়ের যন্ত্রণা ফুটে উঠেছে। ড্রেনা লেখেন- ‘আমার সুন্দর মিষ্টি দেবদূত। আমি তোমাকে যেদিন প্রথম গর্ভে অনুভব করেছি, সেদিন থেকে নিঃশর্তভাবে ভালোবেসেছি। আমার মনের সব আনন্দের উৎস ছিলে তুমি, সেই ভালোবাসাটাই একমাত্র পবিত্র এবং আমার জীবনের একমাত্র সত্যি। যদি আমি এখন তোমার সঙ্গে থাকতে পারতাম। যদি..’।
এরপর লিয়েন্দ্রোকে নিয়ে ড্রেনা আরও লেখেন- ‘আমি জানি না তোমাকে ছাড়া কীভাবে বাঁচব, তবে আমি চেষ্টা করব এবং আবারও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, তোমার মা হওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা অনুভব করব। তোমাকে সকলে খুব ভালোবেসেছে, তুমি সমাদৃত হয়েছি। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দিও। স্বর্গে শান্তিতে ঘুমিয়ে আমার সোনা ছেলে’।
২০১৮ সালে মা ড্রেনার সঙ্গে ‘এ স্টার ইজ ব্রন’ ছবিতে কাজ করেছিলেন লিয়েন্দ্রো। যা পরিচালনার করেছিলেন ব্রাডলি কুপার। ‘দ্য কালেকশন’, ‘ক্যাবারে ম্যাক্সিমি’র মতো ছবিতে ক্যামিও রোলে দেখা মিলেছিল লিয়েন্দ্রোর। রবার্ট ডি নিরোর সাত সন্তানের মধ্যে সবচেয়ে বড় ড্রেনা। অভিনেত্রী ডিয়ানে অ্যাবোট ও রবার্ট ডি নিরো-র কন্যা ড্রেনা। এই কঠিন সময়ে ড্রেনাকে মন শক্ত রাখার বার্তা দিয়েছেন অনুরাগীরা।
‘দ্য আইরিশম্যান’ তারকা ‘দ্য গডফাদার: পার্ট ২’, ‘র্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমার সুবাদে গোটা বিশ্বের কাছে অতি পরিচিত নাম রবার্ট ডি নিরো। তিনি দুটি অস্কার পুরস্কার জিতেছেন এবং দীর্ঘ ফিল্মি কেরিয়ারে সাতবার অস্কার মনোনয়নে জায়গা করে নিয়েছেন। গত মে মাসে তিনি জানান, প্রেমিকা টিফানি চেন তাঁর সপ্তম সন্তানের জন্ম দিয়েছে।
For all the latest entertainment News Click Here