সপরিবারে গোয়ায় ছুটির মুডে শাহিদ, মীরার ইনস্টাগ্রামের পোস্টে ধরা পড়ল কোন ছবি
গোটা পরিবার নিয়ে গোয়ায় ছুটি কাটাচ্ছেন শাহিদ কাপুর। স্ত্রী মীরা, মেয়ে মিশা কাপুর এবং ছেলে জৈন কাপুরের সঙ্গে তিনি পারিবারিক সময় কাটাতে ব্যস্ত এখন। মীরা রাজপুত পেশায় একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার, ইন্টিরিয়র ডিজাইনার। তিনি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা টিপস দিয়ে থাকেন তাঁর অনুরাগীদের। শুধু টিপস নয়, তিনি এমনইও তাঁর ব্যক্তিগত জীবনের নানা টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় হামেশাই পোস্ট করে থাকেন। ইনস্টাগ্রামে বহু মানুষ তাঁকে ফলো করে থাকেন, চার মিলিয়ন ফলোয়ার তাঁর। বর্তমানে তিনি গোটা পরিবারকে নিয়ে এখন ছুটি কাটাতে ব্যস্ত। আর সেখান থেকেই নানা ছবি পোস্ট করছেন।
বুধবার তিনি তাঁর গোয়া ভ্রমণের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর এই ইনস্টাগ্রামের ছবিগুলিতে যেমন একাধিক তাঁর ব্যক্তিগত ছবি ছিল তেমনই তিনি দেখিয়েছেন যে সেখানে গিয়ে তাঁরা কী কী খেয়েছেন, এবং করেছেন। মীরার পোস্ট থেকে জানা যায় যে একটি ফরেস্ট রিট্রিট হোটেলে ছিলেন। সেখানে তিনি কঙ্কন থালি, ডাবের জল, ইত্যাদি খেয়েছেন। ট্রেক করেছেন। সুইমিং পুলে সুন্দর সময় কাটিয়েছেন।
এই ছুটির বেশ কিছু ছবি, ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর এই পোস্টেই সমস্ত ডিটেল শেয়ার করেছেন তাঁদের এই ছুটির। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘গোয়ার ছুটি, কী কী করলাম সেখান রইল, ১. কঙ্কন থালি খেলাম, ২. একটি দুর্দান্ত ফরেস্ট রিট্রিট থাকলাম আর তাদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হলাম, ৩-৪. নারকেল এবং মশলার বাগানে গেলাম, ৫-৮. নেত্রাভেলি ঝর্নায় ট্রেক করে গেলাম গোটা গ্রুপ, সঙ্গে দুটো হনুমানও ছিল।’
মীরার শেয়ার করা প্রথম ছবিতে কঙ্কন থালির ছবি দেখা যায়। সেখানকার স্থানীয় নিরামিষ খাবারে পরিপূর্ণ ছিল থালাটা। পরের ছবিতে দেখা যায় তিনি ডাবের জল খেতে খেতে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন। শেষে তাঁকে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হতে দেখা যায়।
এটাই প্রথম নয়, এর আগেও শাহিদ পত্নী তাঁদের এই গোয়ার ট্রিপ থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘নোনা চুল, বালিময় ত্বক।’ তবে মীরা একা মঞ্জ তাঁর বেটার হাফ, শাহিদও একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গোয়া থেকে।
২০১৫ সালে শাহিদ আর মীরা গাঁটছড়া বাঁধেন। তার পরের বছর অগস্ট মাসে তাঁদের প্রথম সন্তান মিশার জন্ম হয়। ২০১৮ সালে জন্ম হয় জৈনের। অভিনেতাকে শেষবার ‘জার্সি’ ছবিতে দেখা গিয়েছে, সেখানে তিনি একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছিলেন। আগামীতে তাঁকে ‘ফার্জি’ ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবির মাধ্যমেই তিনি ওয়েব দুনিয়ায় পা রাখবেন। ইতিমধ্যেই সেই ছবির টিজার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
For all the latest entertainment News Click Here