সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ICU-তে ভেসোপ্রেসার সাপোর্টে
ধীরে ধীরে উঠছিলেন সেড়ে। তবে মঙ্গলবার ফের অবনতি হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যে। এই মুহূর্তে ICU-তে নিয়ে যাওয়া হয়েছে ‘গীতশ্রী’কে, রাখা হয়েছে ভেসোপ্রেসার সাপোর্টে। প্রবীণ গায়িকার স্বাস্থ্য নিয়ে স্বভাবতই চিন্তায় পরিবার ও পরিজনরা।
মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিনে জানানো হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক। কমে গিয়েছে ব্লাড প্রেসার। পেটের যন্ত্রণাও হচ্ছে। ফলে কোনও ঝুঁকি নিতে চায়নি চিকিৎসকরা। সাথে সাথে নিয়ে যাওয়া হয়েছে আইসিইউতে। ভেসোপ্রেসার সাপোর্টেও রাখা হয়েছে। তাঁর জন্য গঠিত মেডিকেল টিম সবসময় কড়া নজর রাখছে।
২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই প্রবীন শিল্পী। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপর যখন করোনা রিপোর্ট পজিটিভ আসে তখন স্থানান্তরিত করা হয় অ্যাপোলোতে।
যদিও সন্ধ্যা মুখোপাধ্যায়ের করোনা রিপোর্ট বর্তমানে নেগেটিভ। সেড়েও উঠেছিলেন তিনি অনেকটা। কিন্তু মনে করা হচ্ছে কোভিড পরবর্তী জটিলতার কারণেই এই অবস্থা। সে ক্ষেত্রে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শরীরে সাইটোকাইন স্টর্ম দেখা দিয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা। কিছু টেস্টও করা হয়েছে ইতিমধ্যে বলে খবর। সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার আগে থেকে তাঁকে কিছু জানায়নি। তাছাড়া, ফোনে যেভাবে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে কিংবদন্তী শিল্পীর কাছে, সেটা তাঁর কাছে যথেষ্ট অপমানজনক ঠেকেছিল বলেই তিনি জানিয়েছিলেন। ক্লাসিক্যাল সঙ্গীতের পাশাপাশি ফিল্মি দুনিয়াতেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানের সংখ্যা নেহাত কম নয়। একসময়ে বলিউডেও চুটিয়ে গান গেয়েছেন তিনি।
For all the latest entertainment News Click Here