সন্দেহের কোনও অবকাশ নেই, নিজের পছন্দের ব্যালন ডি’অর জয়ীর নাম জানিয়ে দিলেন মেসি
রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে এ বারের ফুটবল মরশুম। এরপরে স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন এই মরশুমের নিরিখে কে হবেন ব্যালন ডি’অর বিজেতা। গত বারের বিজেতা লিওনেল মেসি কিন্তু কোনও রাখঢাক না করেই নিজের পছন্দের খেলোয়াড়ের নাম সাফ জানিয়ে দিলেন।
রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর বিজেতা মেসি TYC Sports-কে এক সাক্ষাৎকারে জানান, ‘(করিম) বেঞ্জেমার এ মরশুমটা যে দারুণ কেটেছে তা নিয়ে সন্দেহ নেই এবং ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে মরশুম শেষ করেছে। ও প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিটি ম্যাচে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং আমার মতে এখানে সন্দেহর কোনও অবকাশই থাকতে পারে না যে বেঞ্জেমাই এবারের ব্যালন ডি’অর জেতার যোগ্য দাবিদার।’
উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালে গোল না পেলেও, করিম বেঞ্জেমা এবারে রিয়াল মাদ্রিদকে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। নক আউটে পরপর দুই রাউন্ডে হ্যাটট্রিক তো করেছেনই, হয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাও। ৩৪ বছর বয়সি ফরাসি স্ট্রাইকার মোট ৪৪টি গোল ও ১৫টি অ্যাসিস্ট প্রদান করেছেন এ মরশুমে। সুতরাং, নিঃসন্দেহে তিনি সেরা হওয়ার বিচারে এগিয়ে রয়েছেন।
ব্যালন ডি’অর পদ্ধতিতে সেরা ফুটবলার বাছাইয়ের মানদন্ডও পরিবর্তন হওয়ায় তাঁর লাভই হয়েছে। আগে ক্যালেন্ডার বছরের সেরাকে এই পুরস্কার দেওয়া হত, তবে এবার থেকে ফুটবল মরশুম অনুযায়ী সেরাকে ব্যালন ডি’অর দেওয়া হবে। তাই ব্যক্তিগত ও দলগত, উভয় বিভাগেই সাফল্য় পাওয়া বেঞ্জেমা কিন্তু এই পুরস্কার জেতার জন্য বেশ ভাল জায়গায় রয়েছেন। আর্জেন্তাইন অধিনায়ক হিসাবে এই পুরস্কারের জন্য মেসিও ভোট দেবেন। তাঁর ভোটে এক নম্বর কে হবেন, তা স্পষ্ট বোঝা হয়ে গেল।
For all the latest Sports News Click Here