সন্তোষ ট্রফিতে বড় চমক, টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল হবে সৌদি আরবে
সন্তোষ ট্রফিতে এ বার বড় চমক দিচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ-এর তরফে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজিত হবে বিদেশে। সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ১-৪ মার্চ হবে সন্তোষের ২টি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ।
এই স্টেডিয়ামেই চলতি বছরের জানুয়ারি মাসে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির পিএসজি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন সৌদি আরবের দুই বিখ্যাত ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশ! ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো এবং ১ গোল করেছিলেন মেসি। রোনাল্ডো ম্যাচের সেরার পুরস্কার পেলেও ওই প্রীতি ম্যাচটি জিতেছিল মেসি, এমবাপের পিএসজি।
আরও পড়ুন: গোলের বন্যা, লড়াকু ফুটবল, তবু নর্থইস্ট ম্যাচে জয় এল না, সেরা ছয়ের আশা তলিয়ে গেল
এর আগের সপ্তাহেই ওই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এমন বড় মাপের স্টেডিয়ামে এ বার খেলার সুযোগ পাবে ভারতীয় রাজ্যের যে কোনও চারটি ফুটবল দল, যারা সেমিফাইনালে উঠবে।
বাংলার ফুটবলপ্রেমীদের আশা, বিশ্বজিৎ ভট্টাচার্য়ের দল সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠবে এবং সৌদি আরবের সেই বিখ্যাত স্টেডিয়ামে খেলবে। বিশ্বজিতের কোচিংয়ে বাংলা এই মরশুমের সন্তোষ ট্রফিতে ভালো ছন্দে রয়েছে। কোয়ালিফাইং রাউন্ডে তারা মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, দামান ও দিউ এবং মহারাষ্ট্রের মতো দলকে হারিয়েছে। বাংলা কোয়ালিফাইং রাউন্ডে মোট ১৭টি গোল করেছে এবং মাত্র ১টি গোল হজম করেছে। এ বার গ্রুপ পর্বে বাংলার সঙ্গে রয়েছে দিল্লি, মণিপুর, মেঘালয়, রেলওয়েজ এবং সার্ভিসেস।
আরও পড়ুন: এগিয়ে থেকেও জিততে পারল না ইস্টবেঙ্গল, ফুটবলারদের উপর চটলেন কোচ কনস্ট্যান্টাইন
বৃহস্পতিবার সন্তোষ ট্রফির নকআউট পর্ব খেলতে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল বাংলা দল। হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে মূলপর্বের জন্য যে দল নির্বাচিত হয়েছে, তাতে বেশ কিছু পরিবর্তন এনেছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। সন্দীপ পাত্রের জায়গায় কাস্টমসের বিশ্বজিৎ হেমব্রম এবং অমরনাথ বাস্কের জায়গায় ইউনাইটেড স্পোর্টসের সুদীপ্ত মালাকারকে দলে নেওয়া হল।
তবে প্রাথমিক পর্বের মত মূলপর্বেও অধিনায়ক ঘোষণা করেননি বিশ্বজিৎ ভট্টাচার্য। এ দিকে দলের সঙ্গে অনুশীলন করলেও রেজিস্ট্রেশন না হওয়ায় ভুবনেশ্বর যেতে পারলেন না জিতেন মুর্মু।
এক নজরে সন্তোষ ট্রফির মূলপর্বের বাংলা দল –
রাজা বর্মন, সুশ্নাত মালিক, শুভম রায়, অমিত চক্রবর্তী, টোটন দাস, সৌরিশ লোধ চৌধুরি, আকাশ মুখোপাধ্যায়, অমিত টুডু, বিশ্বজিৎ হেমব্রম, সুরজিৎ শীল, দীপক রজক, সুরজিত হাঁসদা, বিবেক সিং, সুদীপ্ত মালাকার, রাকেশ ধারা, তারক হেমব্রম, বাসুদেব মান্ডি, সৌগত হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা, সুব্রত মুর্মু, শৌভিক কর।
For all the latest Sports News Click Here