সন্তান প্রসবের ৪ মাসের মধ্যেই ক্যামেরার সামনে, নিজেকে প্রস্তুত করেছিলাম: আলিয়া
কেরিয়ারের মধ্যগগণেই মা হয়েছেন আলিয়া ভাট। বিয়ের মাত্র ৭ মাস পরেই রাহার জন্ম দেন আলিয়া। রাহাকে গর্ভেধারণ করবার পর নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সেরেছিলেন আলিয়া। অন্যদিকে মেয়ের জন্মের মাত্র ৪ মাস পরেই ক্য়ামেরার মুখোমুখি দাঁড়ান ‘রকি অউর রানি’র একটি গানের শ্যুটিংয়ের জন্য। আরও পড়ুন- আলিয়া-রণবীর মনে করাল শাহরুখ-কাজলকে! বরফে শিফন শাড়িতে নাচ, প্রকাশ্যে ‘রকি অউর রানি’-র প্রথম গান
মা হওয়ার পর বলিউডে আলিয়ার প্রথম রিলিজ হতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এই ছবির সুবাদে ফের একবার রণবীর সিং-এর সঙ্গে জুটিতে রাহার মা। অন্যদিকে পরিচালকের ভূমিকায় করণ জোহর। ছবির প্রথম গান ‘তুম ক্যায়া মিলে’ মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই গানে কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে করণ ফুটিয়ে তুলেছেন রণবীর-আলিয়ার রোম্যান্স। রকি-রানির রসায়ন থেকে অনেকেই শাহরুখ-কাজলের সঙ্গে পর্যন্ত তুলনা টেনে বসেছেন। গানের শ্যুটিং-এর নেপথ্যের কাহিনি নির্মাতারা সামনে আনলেন রবিবার। সেখানেই আলিয়া ফাঁস করলেন রাহার জন্মের চার মাস পরই এই গানের শ্যুটিং সেরেছেন তিনি।
‘তুম ক্যায়া মিলে’ গানের মাধ্য়মে যশ চোপড়াকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন করণ জোহর। ভালোবাসার চিরন্তন অর্থই এই গানেই তুলে ধরেছেন পরিচালক। আলিয়া বলেন, ‘সেই অর্থ এই প্রথম বরফের মধ্য়ে শিফন শাড়ি পরে আমি নাচলাম’। এরপরেই রাহার মা বলেন, ‘যখন আমি ফাইনাল রেজাল্ট দেখলাম, সত্যিই খুশি হলাম। আমি গর্বের সঙ্গে হয়ত একদিন বলতে পারব, সন্তানের জন্ম দেওয়ার চার মাস পরেই আমি এটা করে দেখিয়েছিলাম। আমি নিজেকে প্রস্তুত করেছিলাম এটার জন্য, চেয়েছিলাম এই গান যেন সেরা হয়’।
প্রীতমের সুরে অমিতাভ ভট্টাচার্যের কথায় এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। বরফ ঢাকা কাশ্মীর উপত্যকায় রকি আর রানির মাখোমাখো রোম্যান্স ফুটে উঠেছে এই গান জুড়ে।
গান মুক্তির পর ইনস্টাগ্রামে করণ লিখেছিলেন, ‘পরীর (রাহা) জন্ম দেওয়ার পর এটাই আলিয়ার প্রথম শ্যুট। এবং মণীশ মলহোত্রার শিফন শাড়িতে ওকে বরফের মধ্য জমানোর জন্য আমি ক্ষমাপ্রার্থী। সহানুভূতি হিসেবে আমি এটা বলতে পারি শ্যুটের মাঝে আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলাম। রণবীর নার্ভাস ছিল কারণ এটাই এরকম পাহাড়ে নাচের সিনে ওর প্রথম লিপ সিঙ্ক। কিন্তু তিনি একজন সত্যিকারের সেরা বলতেই হচ্ছে’।
এই ছবির সঙ্গেই দীর্ঘ ৬ বছর পর পরিচালকের আসনে ফিরছেন করণ, তাঁর কেরিয়ারের ২৫ বছরের উদযাপন এই ছবি। আলিয়াকে ‘ব্রহ্মাস্ত্র’-এর পর এই ছবিতে ফের একবার দেখা যাবে বঙ্গ তনয়ার ভূমিকায়। রণবীর-আলিয়া ছাড়াও এই ছবিতে থাকছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিরা। আলিয়ার পরিবারের সদস্য হিসাবে দেখা মিলবে টলিউডের টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের।
For all the latest entertainment News Click Here