সত্যি বলতে, উমরানের বিষয়ে কিছু জানি না- SRH অধিনায়কের উদাসীনতায় চটে লাল নেটপাড়া
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে হারের পর সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফের লড়াই থেকে ছিটকে যায়। আর বৃহস্পতিবার তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে তারা লিগ টেবলের দশে নেমে গেল। এর মাঝেই উমরান মালিককে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাঁর খোঁজ পড়ে গিয়েছে ক্রিকেট মহলে।
উমরান এই মরশুমে একেবারেই ভালো ছন্দে নেই। তিনি সাতটি ম্যাচ খেলে মাত্র পাঁচটি উইকেট নিয়েছেন। তার পর থেকে বহু দিন উমরানের খোঁজ নেই। তাঁকে দলেও রাখা হচ্ছে না। যেহেতু আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল হায়দরাবাদ, তাই সকলে আশা করেছিল আরসিবি-র বিরুদ্ধে উমরানকে হয়তো দলে রাখা হবে।
কিন্তু কোথায় কী! উমরানকে তো দলে রাখাই হয়নি, উল্টে উমরান সম্পর্কে এমন আজব বিবৃতি দিয়েছেন দলের অধিনায়ক এডেন মার্করাম, তাতে চটেছেন প্রাক্তনরা। প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন তো রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন মার্করামের উপর।
আরও পড়ুন: টুর্নামেন্ট হয়তো শেষ, কিন্তু শেষ ম্যাচ CSK-র বিরুদ্ধে সৌরভদের রামধনু রংমিলন্তি
টসের পর উমরানকে নিয়ে প্রশ্নে মার্করাম বলেন, ‘সত্যি বলতে উমরানের ব্যাপারে আমি খুব একটা বেশি জানি না। ও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করতে পারে। ওর প্রতিভা আছে। কিন্তু জানি না পর্দার পিছনে কী চলছে!’ আর দলের অধিনায়ক হয়ে, প্লেয়ার সম্পর্কে এমন উদাসীন বক্তব্যই হজম করতে পারেননি পিটারসেন।
বেঙ্গালুরুর কাছে হায়দরাবাদের হারের পরে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আট সপ্তাহ আগে হায়দরাবাদ দলে যোগ দিয়েছে মার্করাম। এত দিনে দলের সবার সম্পর্কে ওর ভাল ধারণা হওয়া উচিত। সেটাই অধিনায়কের কাজ। কিন্তু এখনও নিজের ঘরের খবরই জানে না মার্করাম। অধিনায়কই যদি এমন হয়, তা হলে দল কী ভাবে সফল হবে!’
আরও পড়ুন: বাইরের কে কী বলল, যায় আসে না- সেঞ্চুরির পর স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার জবাব কোহলির
মার্করামের এই বক্তব্যের পর শুধু পিটারসেন নয়, অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন। এমনিতেই এই বছর সানরাইজার্স হায়দরাবাদ টিমটা মারাত্মক অগোছালো ছিল। টিমের মধ্যে একতাটাই টের পাওয়া যায়নি। আর সেই একতা যে টিমের মধ্যে ছিলও না, সেটা মার্করামের কথাতেই পরিষ্কার। ব্রায়ান লারা বলেছিলেন, ছন্দে না থাকায় দলে সুযোগ পাচ্ছেন না উমরান। তবে হায়দরাবাদের কোন প্লেয়ার ছন্দে আছেন, সেটাই বোঝা দুষ্কর। অনেকের দাবি, মার্করামের পছন্দ ক্রিকেটার নন উমরান, তাই তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না। উমরানকে নিয়ে মার্করামের দায়সারা জবাবে খেপে লাল নেটপাড়াও।
আইপিএল নিলামের আগে হায়দরাবাদ ৪ কোটি টাকায় উমরানকে ধরে রেখেছিল। ২০২১ সালে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। ভারতীয় পেসার ভারতের হয়ে ৮টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং ৮টি টি-টোয়েন্টি খেলেছেন।
For all the latest Sports News Click Here