‘সত্যিকারের সুন্দর কিছু নষ্ট করতে দেবেন না’,আমিরের সাপোর্টে এগিয়ে এল ভাইঝি জায়েন
মুক্তির আগে থেকেই বয়কটের রব উঠেছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবি নিয়ে। অভিনেতার ভাইঝি জায়েন মেরি খান সকলকে এই ছবি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। আমিরের প্রতি সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন জায়েন। আমির কন্যা ইরা খানও ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো রি-শেয়ার করেছেন।
ছবিটি মুক্তির আগে, টুইটারে- হ্যাসট্যাগ ‘বয়কট লাল সিং চাড্ডা’ ট্রেন্ড করেছিল। একাংশ নেটিজেন হ্যাসট্যাগ দিয়ে ছবি বয়কটের ডাক দিয়েছিল। বেশ কিছু নেটিজেন আমিরের ‘অসহনশীলতা’ বিবৃতিটি স্মরণ করেছেন এবং মাইক্রো-ব্লগিং সাইটে প্রচার চালিয়েছিলেন। মুক্তির প্রথমদিনে দেশজুড়ে প্রায় ১২ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছেন এই ছবি।
আরও পড়ুন: Ajker Shortcut: বেকারত্বের সমস্যা নিয়ে নচিকেতার ‘আজকের শর্টকাট’, প্রকাশ্যে ছবির পোস্টার লুক
জায়েন বলেছেন, ‘আপনারা যদি আমির খানের থেকে বিনোদন পেয়ে থাকেন বা তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকেন… তিনি একটি দুর্দান্ত ছবি তৈরি করেছেন। যান এবং লাল সিং চাড্ডা দেখুন। ঘৃণামূলক প্রচারকে সত্যিকারের সুন্দর কিছু নষ্ট করতে দেবেন না।’ আমির কন্যা ইরা খানও জায়েনের ক্লিপটি ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করেছেন।
![জায়েনের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়ো জায়েনের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়ো](https://images.hindustantimes.com/bangla/img/2022/08/15/original/ira_1660549029203_1660565385606.webp)
বয়কট ট্রেন্ডে প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, ‘যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তবে আমি দুঃখিত। আমি কাউকে আঘাত করতে চাই না। কেউ ছবিটি দেখতে না চাইলে, আমি তাঁদের অনুভূতিকে সম্মান করি। আমি মানুষের থেকে ভালোবাসা চাই। সিনেমাটি দেখার অনুরোধ করব, কারণ এটি আমাদের ভালোবাসার শ্রম। অনেক মানুষ এই ছবিটির জন্য কঠোর পরিশ্রম করেছে, এবং আমি আশা করি লোকের পছন্দ হবে।’
আরও পড়ুন: আর্থিক সংকটের কারণে আদনানের ভিডিয়োতে কাজ করেছিলেন অমিশা? সত্যিটা ফাঁস করলেন গায়ক
চতুর্দিকে বয়কট রব উঠছে ছবির বিরুদ্ধে, তারপর আইনি জটেও জড়িয়ে গিয়েছে এই ছবি। সমালোচকদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অধিকাংশ সমালোচকই হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমকে নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন ‘লাল সিং চড্ডা’র বেমানান কাস্টিং-এর কথা। এই ছবিতে মোনা সিং-কে আমিরের মায়ের চরিত্রে খুব দৃষ্টিকটূ লেগেছে মত অনেক সমালোচকের।
আরও পড়ুন: SaReGaMaPa 2022: স্বাধীনতার বিশেষ পর্বে খুদে নেতাজি, গান্ধীজিরা!অবাক কবিতা কৃষ্ণমূর্তি
বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন মোনা সিং। মায়ের বয়স ছেলের চেয়ে ১৭ বছর কম, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় মত একাংশের। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আগে এটা নিয়ে কথা বলিনি, কারণ আমি চেয়েছিলাম মানুষজন ছবিটা আগে দেখুক। আমি একজন অভিনেত্রী। আমি এখানে আমির খানের মায়ের রোল করছি না, আমি লালের মায়ের চরিত্রে রয়েছি। লালের যেমন সময়ের সঙ্গে বয়স বাড়ে ছবিতে, আমিও বুড়ি হই।’
আরও পড়ুন: যোগায় মগ্ন ‘জুন আন্টি’ ঊষসী, জানেন ‘ভূমাসন’-এর উপকারিতা কী?
তিনি বলেন, ‘এটা আমির খানের বায়োপিক নয়, যে ওঁনার বয়স ৫৭ আর ৪০ বছর বয়সী মোনা সিং তাঁর মায়ের চরিত্রে রয়েছে। সত্যি বলছি, বয়সের এই ব্যাপারটা আমার মাথায় একবারের জন্যও আসেনি যখন আমি ওই চরিত্রে অভিনয় করেছি। আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম যে ছবি দেখার সময় মানুষ বয়সের এই ফারাক নিয়ে মাথা ঘামাবে না’।
For all the latest entertainment News Click Here