‘সত্যিই বয়স ৫৭?’, পাঠান-এর ‘বেশরম রং’ গান মুক্তির আগে শাহরুখকে দেখে হতবাক ভক্তরা
শাহরুখ খানের ‘পাঠান’ ঘিরে নেটিজেনদের উত্তেজনা তুঙ্গে। সোমবারই মুক্তি পাবে ছবির নতুন গান ‘বেশরম রং’। তার আগেই গানের থেকে নিজের ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করলেন বলিউডের বাদশা।
আইভরি রঙের টি-শার্টের সামনের বোতামগুলি খোলা, চোখে রোদচশমা, গলায় ঝুলতে একাধিক চেন, ইয়টে দাঁড়িয়ে পোজ দিয়েছেন শাহরুখ। মাথায় ঝুটি বাঁধা তাঁর। ‘বেশরম রং’-এ এমনই চাঁচাছোলা লুকে দেখা যাবে তাঁকে। নেটমাধ্যমের গান থেকে নিজের আগাম ঝলক করতেই হু হু করে ভাইরাল ছবি।
ছবিটি শেয়ার করে শাহরুখ জানিয়েছেন, ‘নৌকো… সৌন্দর্য.. আর বেশরম রং। আগামীকাল সকাল ১১টায় গানটি মুক্তি পাবে..।’ কোনও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সেই লিঙ্কও জুড়ে দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: ‘ভাইজান অন্য রকমের..’, শাহরুখ-সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? অকপট নওয়াজউদ্দিন
শাহরুখের এই লুক দেখে রীতিমতো হতবাক নেটিজনরা। ৫৭ বছর বয়সে এসেও শরীরচর্চার প্রতি তাঁর একাগ্রতা দেখে বাকরুদ্ধ ভক্তরা। নেটিজেনের মন্তব্য, ‘সত্যিই কি ওঁর বয়স ৫৭!’ অপর এক নেটিজেন লিখেছেন, ‘৪ বছর পর পর্দায় ফিরছে শাহরুখ, আর অপেক্ষা সইছে না।’ শাহরুখ কন্যা সুহানাও ছবিটি লাইক করে ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন।
নতুন বছরেই বড় পর্দায় ‘পাঠান’ হয়ে কামব্যাক করছেন শাহরুখ। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে রুপোলি পর্দায় ধরা দেবেন তিনি। ‘চেন্নাই এক্সপ্রেসের’ পর এই ছবিতে আবার একবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। রয়েছেন জন আব্রাহাম। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। ‘বেশরম রং’ গানের অংশও দীপিকা।
২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সিনেমাহলে মুক্তি পাবে ‘পাঠান’। শাহরুখের হাতে রয়েছে আটলি-র পরিচালনায় ‘জাওয়ান’। প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে আসছে শাহরুখের ‘ডাঙ্কি’।
For all the latest entertainment News Click Here