‘সত্যিই জানি না রোহিতের সঙ্গে কী হচ্ছে!’: খারাপ ফর্ম প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের মরশুমে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দল যেমন খারাপ ফর্মে রয়েছেন তেমন খারাপ ফর্মে ব্যক্তিগতভাবে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। দল পরপর ৬টি ম্যাচে হেরেছে। যা তাদের ফ্রাঞ্চাইজি ইতিহাসে সব থেকে লজ্জাজনক বিরল নজির বলা চলে। হঠাৎ করেই ব্যাট হাতেও ছন্দ হারিয়েছেন রোহিত। যাই করুন না কেন ব্যাট হাতে যেন রানটাই করতে ভুলে গিয়েছেন ভারত অধিনায়ক। রোহিতের এই খারাপ ফর্ম নিয়ে বিস্মিত প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরও। তিনিও বুঝে উঠতে পারছেন না ঠিক কী হয়েছে রোহিতের সঙ্গে।
সঞ্জয় মঞ্জরেকর মনে করেন রোহিতকে বেশ ভাল ফর্মেই দেখাচ্ছে। তবে কেন যে ও বড় রানটা পাচ্ছে না সেটা বুঝে উঠতে পারছি না। শনিবাসরীয় সন্ধ্যায় লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে ১৮ রানে হেরে গিয়ে তারা তাদের ষষ্ঠ ম্যাচও হেরে গিয়েছে। ম্যাচে মাত্র ৬ রান করে আউট হয়েছেন রোহিত শর্মা। আবেশ খানের বলে ৩৪ বছর বয়সি ভারত অধিনায়কের ব্যাটের কোনায় লেগে ক্যাচ আউট হয়েছেন তিনি। বলটিকে রোহিত থার্ডম্যানে গাইড করতে গিয়েছিলেন।
ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে রোহিতের বিষয় বলতে গিয়ে মঞ্জরেকর জানিয়েছেন, ‘সত্যিই আমি বুঝতে পারছি না রোহিতের সঙ্গে হচ্ছেটা কী! ও যদি মাত্র ২০ রানও করে তবে বোঝা যায় যে ‘মেশিন’ ঠিক রয়েছে। তবে হঠাৎ করেই যেন তা কাজ বন্ধ করে দিয়েছে। ও তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। ওকে দেখে বেশ ভাল ফর্মেই আছে বলে মনে হচ্ছে। তবে কেন জানি না ও পারফরম্যান্স করতে পারছে না। এটা শুধু এই মরশুমের ব্যাপার নয়। আইপিএলে কেএল রাহুল, ডেভিড ওয়ার্নাররা যে এফেক্টটা ফেলেছে সেটা রোহিত ফেলতে পারেনি। আমি সত্যিই কারণটা জানি না। মনে হয় ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে খুব ভাবনা চিন্তা করছে। ওর টেকনিক নিয়ে আমি তো কোনও সমস্যা দেখছি না। আপনি যখন বিরাট কোহলি বা ইশান কিষানের দিকে তাকাবেন আপনি বুঝতে পারবেন যে ওরা কিছুটা ফর্মহীনতায় ভুগছেন। তবে রোহিত ব্যাটটা ভাল করছে। কোন কারণে রানটা আসছে না।’
For all the latest Sports News Click Here