সত্যিই কি বরুণ-নাতাশার পরিবারে আসছে নতুন সদস্য? মুখ খুললেন অভিনেতার বন্ধু
মুম্বইয়ের খার এলাকার একটি স্ত্রী -রোগ বিশেষজ্ঞের ক্লিনিকের সামনে দেখা গিয়েছিল বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশাকে। আর পাঁচদিনের মতোই পাপারাৎজির লেন্সবন্দি হন তারকা দম্পতি। স্ত্রী রোগ বিশেষজ্ঞের ক্লিনিকের সামনে তাঁদের ছবি নেটপাড়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তারপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে বরুণ-নাতাশা হয়ত বাবা-মা হতে চলেছেন। এবার এধরনের খবরে মুখ খুললেন বরুণ ঘনিষ্ঠ এক ব্যক্তি, সত্যটা আসলে ঠিক কী তা জানালেন তিনি।
ঠিক কী কারণে তবে চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন বরুণ-নাতাশা? জানা যাচ্ছে তাঁরা স্ত্রী-রোগ বিশেষজ্ঞ নয়, গিয়েছিলেন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। বরুণ ও নাতাশার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লোকজনের দেখা হওয়ার পর তাঁরা ফার্টিলিটি ক্লিনিকের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মাত্র। ওই ক্লিনিকে তাঁরা যায়নি। তবে এধরনের খবরে বিরক্ত বরুণ ঘনিষ্ঠ ওই ব্যক্তি বলেন, ‘লোকজন যা খুশি তাই লেখালিখি শুরু করেন। ঠিক কী ঘটেছে তা জানার প্রয়োজন বোধ করেন না। এমন কিছু লেখা হচ্ছে, যে খবরের কোনও ভিত্তি নেই। এটা তো সময় কাটানো বিষয় নয়।’
আরও পড়ুন-জ্যাকলিনকে ভুলতে পারছেন না, ‘আমার বাচ্চা, ছোট্ট খরগোশ’ সম্বোধনে এল সুকেশের চিঠি
আরও পড়ুন-ভারতীয় সিনেমার স্বর্ণযুগের গল্প বলে ‘জুবিলি’, ছাপোষা বিনোদ হয়ে ওঠেন তারকা ‘মদন কুমার’
প্রসঙ্গত ২০২১-এর ২৪ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন বরুণ ধাওয়ান ও তাঁর দীর্ঘদিনের বন্ধু নাতাশা দালাল। নাতাশা দালাল হলেন বরুণের ছোটবেলার বন্ধু। এদিকে কাজের ক্ষেত্রে বরুণকে শীঘ্রই দেখা যাবে নীতেশ তিওয়ারির ছবি ‘বাওয়াল’-এ। যেখানে জাহ্নবী কাপুরের বিপরীতে অভিনয় করবেন তিনি। কিছুদিন আগেই নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানে দেখা গিয়েছিল বরুণকে। শেষবার তাঁকে দেখা যায় কৃতি স্যাননের সঙ্গে ‘ভেড়িয়া’ ছবিতে।
For all the latest entertainment News Click Here