সত্যিই কিং খান! রেকর্ড দামে বিক্রি হল শাহরুখের জওয়ান ও ডাঙ্কির সত্ব-রিপোর্ট
চার বছর পর তিনি বড় পর্দার এলেন, কামাল দেখালেন আর বক্স অফিসে রাজ করলেন। ‘পাঠান’ ছবি মুক্তি পেতেই সবাই আবারও হাড়ে হাড়ে আবার টের পেল শাহরুখ ম্যাজিক কী। ২০২৩ সালটাই তিনি ফাটাফাটি একটি সাফল্য দিয়ে শুরু করেছেন। এই বছরই মুক্তি পেতে চলেছে তাঁর আরও দুটো ছবি, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। আর সেই দুটো ছবি মুক্তির আগেই বড় খবর প্রকাশ্যে এল।
সেপ্টেম্বরে মুক্তি পাবে দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। তারপরই বছরের শেষে আসবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। আপাতত কিং খান ভক্তরা এই ছবি দুটো নিয়ে আশার দিন গুনছেন। তার আগেই এই দুই ছবি নিয়ে এল বড়সড় আপডেট।
একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে শাহরুখের আগামী ছবি দুটো আকাশছোঁয়া দামে বিকিয়েছে। ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ মোট ৪৮০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ‘জওয়ান’-এর সত্ব, ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিক ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে ‘ডাঙ্কি’ ছবিটি ২৩০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলেই খবর।
প্রসঙ্গত ২০১৮ সালে ‘জিরো’ ছবির ভরাডুবির পর আর শাহরুখকে কোনও ছবিতে দেখা যায়নি। এরপর তিনি চার বছর পর ‘পাঠান’ ছবির হাত ধরে ফিরলেন। বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে এই ছবি। তাঁর সঙ্গে এখানে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে দেখা গিয়েছিল। বিশ্বজুড়ে এই ছবি ১০০০ কোটির উপর আয় করেছে। হিন্দি ভার্সনে এই ছবিটি ৫৪৩.০৫ টাকা আয় করেছিল। পরবর্তীকালে এটির সত্ব ১০০ কোটিতে বিক্রি হয়। এটা এখন অ্যামজন প্রাইমে দেখা যাচ্ছে।
শাহরুখকে এরপর অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’-এ দেখা যাবে। এখানে কিং খানের সঙ্গে থাকবেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, প্রমুখ। এখানে শাহরুখের ডাবল রোল দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here