সত্যবতীর সাজে ধরা দিলেন রুক্মিণী, ‘দেবের উপর কোন জাদু করেছেন?’ কটাক্ষ নেটপাড়ার
অবশেষে ‘সত্যবতী’ ধরা দিলেন প্রকাশ্যে। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করলেন রুক্মিণী মৈত্র। শুক্রবার, ৯ জুন সোশ্যাল মিডিয়ায় সত্যবতী হয়ে সবার সামনে এলেন দেব প্রেয়সী। তথা বিরসা দাশগুপ্তর ব্যোমকেশের হবু সত্যবতী।
কিছুদিন আগে দেব ঝাড়খণ্ডে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির তৃতীয় শিডিউলের শুটিং শেষ করে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে সত্যবতী হিসেবে রুক্মিণীর লুকের হালকা অবয়ব স্পষ্ট হয়েছিল। গোধূলি বেলায় তোলা সেই ছবিতে দেবের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা যায় রুক্মিণীকে। তাঁর পরনে শাড়ি ছিল। সঙ্গে লম্বা বিনুনি। কিন্তু মুখ দেখা যায়নি। এবার অভিনেত্রী নিজেই তাঁর লুক প্রকাশ্যে আনলেন।
হাতে দূরবীন ধরা। সিঁথি করে চুল বাঁধা, নাকছাবি পরে দূরবীনে চোখ রেখে দূরে তাকিয়ে আছেন অভিনেত্রী। ঠোঁটে লেগে রয়েছে তাঁর হাসি। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘দেখা হচ্ছে খুব শীঘ্রই সত্যবতীর সঙ্গে ব্যোমকেশ ও দুর্গ রহস্যে। সত্যবতীর শুটিং শেষ হল।’ তিনি এই ছবিতে দেব, বিরসা দাশগুপ্ত, শ্যাডো ফিল্মস, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারকে মেনশন করেছেন।
অনেকেই তাঁর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। অভিনেত্রী মনামী ঘোষ তাঁর এই পোস্টে হার্ট ইমোজি কমেন্ট করেন। এক ব্যক্তি তাঁকে কটাক্ষ করে লেখেন, ‘আপনি যে দেবের উপর কোন জাদু করেছেন কে জানে? দেব আপনাকে ছাড়া আর কাউকেই দেখত পায় না। আপনাকে মোটেই সত্যবতী হিসেবে মানাচ্ছে না।’ তবে অনেকেই তাঁকে উৎসাহ জুগিয়েছেন, বাহবা দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘বিনোদিনীর জন্য উৎসাহী ছিলাম। সত্যবতী যেন সেটাকে আরও বাড়িয়ে তুলল।’
প্রসঙ্গত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গ রহস্য’ গল্পের উপর ভিত্তি করে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ বানাচ্ছেন বিরসা দাশগুপ্ত। নাম ভূমিকায় দেব, সত্যবতী হয়েছেন রুক্মিণী, আর অজিত হিসেবে আছেন অম্বরীশ ভট্টাচার্য। সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে মণিলালের চরিত্রে। তৃতীয় শিডিউলের শুটিং শেষ করে এখন চতুর্থ শিডিউলের শুটিং চলছে। আগামী অগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা আছে এই ছবির।
For all the latest entertainment News Click Here