সত্যজিৎ রায়-মিশন মজনুর যোগসূত্র ফাঁস! নেপথ্যে পরিচালক স্বয়ং!
রহস্য, থ্রিল, ইত্যাদি এই বিষয়গুলো যেন তাঁর সঙ্গে ছোট থেকেই রয়ে গিয়েছে। সত্যজিৎ রায়ের সংস্পর্শে এসে সেই যে গোয়েন্দা গল্প, রহস্যের ছোঁয়া পেয়েছিলেন সেটাই যেন পর্দায় নতুনভাবে ফিরিয়ে দিলেন তিনি। কার কথা বলছি? সোনার কেল্লার মুকুল দুইয়ের কথা। কি চিনতে পারলেন না নিশ্চয়? বলছি শান্তনু বাগচীর কথা। বর্তমানের বলিউডের অন্যতম চর্চিত পরিচালক শান্তনু বাগচী।
জটায়ুর কথা ধার করেই এই বিষয়ে বলছি, ‘ব্রেকিং নিউজ সেলিং লাইক হট কচুরিজ।’ তা নয় তো এটা কি বলুন! সত্যজিৎ রায়ের আশীর্বাদধন্য শান্তনু বাগচী যে এভাবে পর্দায় আবার রহস্যকে ফিরিয়ে দেবেন সেটা কে জানত! কিছুদিন আগেই তাঁর পরিচালিত ছবি মিশন মজনু মুক্তি পেয়েছে।
মিশন মজনু ছবিটি ২০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি। ১৯৭১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং রশ্মিকা মন্দানাকে। ভারত পাকিস্তানের যুদ্ধ ধরা পড়েছে এই ছবির, সঙ্গে দেখা গিয়েছে গোলা বারুদ থেকে ফাইটার জেটের রমরমা। সিদ্ধার্থ এখানে তারিকের চরিত্র নিয়ে পাকিস্তানে যাবে। তিনি আদতে ভারতীয় চর। পাকিস্তানে গিয়ে সেখানকার সমস্ত তথ্য তিনি দেশে পাঠাতে থাকবেন। এ হেন টানটান উত্তেজনায় ভরপুর ছবির পরিচালক হচ্ছেন শান্তনু বাগচী।
ছোটবেলায় এই ছবির পরিচালক সোনার কেল্লা ছবিতে দ্বিতীয় মুকুলের চরিত্রে অভিনয় করেছিলেন। ভাবা যায়! ফলে তাঁর হাত ধরেই যেন মিশন মজনু, সত্যজিৎ রায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। গড়ে উঠেছে এক নিবিড় যোগসূত্র। আর সোশ্যাল মিডিয়ায় এই মিল প্রকাশ্যে আসতেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
নকল মুকুল যে এমন দুর্ধর্ষ একটা স্পাই থ্রিলার উপহার দেবে কেই বা আর ভেবেছিল! তাই তো নেট পাড়ায় এমন যোগ মিলতেই দারুণ হইহই পড়ে গিয়েছে। অনেকে আবার এমন পোস্ট শেয়ার করে লিখছেন ফেলুদার চরিত্রে নাকি সিদ্ধার্থ মালহোত্রাকে ভালো মানাবে! কারও মতে আবার গোটা বিষয়টা বেশ ‘ইন্টারেস্টিং’! ফেসবুকে দেদার শেয়ার হচ্ছে এই পোস্ট।
For all the latest entertainment News Click Here