‘সত্যজিৎ রায়ের ছবি দেখেই সিনেমা শিখেছি’, কলকাতার ঋণের কথা নীরজের কণ্ঠে
সত্যজিতের থেকে অনেক কিছু শিখেছেন নীরজ কবি? হ্যাঁ তেমনটাই তিনি জানালেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে। সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টার ক্লাসের অনুষ্ঠানে বিখ্যাত বলিউড অভিনেতা নীরজ কবি উপস্থিত ছিলেন। আর সেখানেই তিনি জানালেন কলকাতা তাঁকে কতটা আর কী কী দিয়েছে, কতটা ঋণী তিনি এই শহরের কাছে।
এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে নীরজ কবি জানান, ‘সত্যজিৎ রায়ের ছবি দেখে কাজ শিখেছি।’ তাঁকে বলিউডের একাধিক সেরা ছবিতে দেখা গিয়েছে, এর মধ্যে আছে ‘তলওয়ার’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘হিচকি’, ‘সেক্রেড গেমস’, ‘পাতাললোক’, ইত্যাদি। এছাড়া তাঁকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘শেরদিল’-এও দেখা গিয়েছিল।
সোমবার ‘দ্য অ্যাক্টর’ নামক একটি আলোচনায় তিনি অভিনয় সংক্রান্ত নানান খুঁটিনাটি জিনিস নিয়ে আলোচনা করেন। তাঁর তিনি অভিনয় শিখতে ইচ্ছুক, বা এখন শিখছেন এমন দর্শকরা অনেক কিছুই জানতে পেরেছে। তবে প্রথমদিন নন্দন চত্বরে যেমন ভিড় ছিল, সেদিন তেমন ভিড় নজর পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে।
সোমবার নন্দন ১-এ দেখানো হয় ‘অ্যাকাটন’, এবং নন্দন ২-তে চলে ‘প্রাইভেট ফিয়ার্স ইন পাবলিক প্লেসেস’। অন্যদিকে নন্দন ৩-এ দেখানো হয় তরুণ মজুমদারের ‘গণদেবতা’। বিকেলে রবীন্দ্র সদনে দেখানো হয় ‘শহরের উষ্ণতম দিনে’। এই ছবিটার পরিচালনা করেছেন অরিত্র সেন। তবে ছবি শুরু হওয়ার আগেই এই ছবির পরিচালক এবং অভিনেতাদের সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায়। এদিন বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়কেও রবীন্দ্র সদনে দেখা যায়। এছাড়া সুব্রত সেনের ছবি ‘প্রজাপতি’ও প্রদর্শিত হয়েছে এদিন নন্দনে। এই ছবিটি সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে।
তবে যাই হোক না কেন সোমবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ ছিল নীরজ কবির মাস্টার ক্লাস। সেদিন এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। এই আলোচনায় অভিনেতা জানান, অভিনেতা হয়ে উঠতে গিয়ে তাঁকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনি স্পষ্টতই বলেন কোনও ইনস্টিটিউট বা ওয়ার্কশপ অভিনেতা তৈরি করতে পারে না। সমাজ থেকেই তাঁকে রসদ জোগাড় করতে হয়। এছাড়া তাঁর আলোচনায় উঠে আসে, এন্টারটেইনার, অভিনেতা, এবং শিল্পী হওয়ার যে তিনটি ধাপ আছে সেটা। তাঁর কথায় সবাই চাইলেও অভিনেতা বা শিল্পী হতে পারেন না।
For all the latest entertainment News Click Here