সতীশ থাকলে তাঁর কোম্পানি ২-৩ বছরে ১৫০-২০০ কোটির মূল্যে পৌঁছে যেত, মত জাভেদের
২০২৩ সালের মার্চ মাসে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে প্রবীণ অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik)। দোলের পরদিন ভোররাত তাঁর মৃত্যু হয় দিল্লিতে। সম্প্রতি তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তাঁর বন্ধু জাভেদ আখতার (Javed Akhtar)।
গীতিকার জাভেদ আখতার এদিনের অনুষ্ঠানে সতীশের সঙ্গে কাটানো নানা মুহূর্ত স্মরণ করার পাশাপাশি বলেন নে তাঁর আক্ষেপ থেকে গেল এই ভেবে যে, সতীশের গল্পটা শেষ হল না। তিনি সতীশের তৈরি করা একটা কোম্পানির বিষয়েও কথা বলেন এদিন। জানান অভিনেতা বেঁচে থাকলে এতদিনে সেই কোম্পানি মাত্র দুই তিন বছরে ১৫০-২০০ কোটি টাকার মূল্যে পৌঁছে যেতে পারত।
মার্চের ৯ তারিখ মারা যান সতীশ। এরপর গতমাসে তাঁর জন্মদিন ছিল। সেদিন তাঁর স্মৃতির উদ্দেশে তাঁর নিকট বন্ধু অনুপম খের একটি স্মরণসভার আয়োজন করেন। সেখানে প্রয়াত অভিনেতার স্ত্রী কন্যা সহ জাভেদ আখতার, শাবানা আজমি, প্রমুখ উপস্থিত ছিলেন।
লখনউয়ের একটি অনুষ্ঠানে সম্প্রতি সামিল হয়েছিলেন জাভেদ আখতার সেখানেই তিনি সতীশ কৌশিকের বিষয়ে দেওয়া একটি সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘ও সবসময় হাসত। দারুণ সেন্স অব হিউমার ছিল ওর। কিন্তু সব কিছুর পিছনে একটা ভীষণ গম্ভীর, সেনসিটিভ মানুষ ছিল। আমার যেটা খারাপ লাগে যে সতীশের গল্পটা ফুরাল না। আরও দুই তিন বছর ও যদি ওর কোম্পানিটি চালাতে পারত তাহলে আমি নিশ্চিত যে সেটার মূল্য ১৫০-২০০ কোটি টাকায় পৌঁছে যেত।’
তবে সতীশের কোন কোম্পানির কথা জাভেদ এদিন বলেন সেটা স্পষ্ট হয়নি। তবে জানা যায় সতীশের নামে একটি কোম্পানি ছিল, সেটার নাম হল সতীশ কৌশিক এন্টারটেইনমেন্ট এলএলপি। এটি মুম্বই ভিত্তিক একটি কোম্পানি, ২০২১ সালের নভেম্বর মাসে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া দিল্লির করোল বাগে তাঁর একটি প্রযোজনা সংস্থা ছিল যা তিনি ২০০৭ সালে তৈরি করেছিলেন।
মিস্টার ইন্ডিয়া, তেরে নাম, মুঝে কুছ কেহনা হ্যায় ইত্যাদি ছবিতে কাজ করেছিলেন তিনি।
For all the latest entertainment News Click Here