‘সঞ্জু স্যার প্রকৃত যোদ্ধা’, সঞ্জয় দত্তের প্রশংসায় পঞ্চমুখ ‘কেজিএফ টু’ নায়ক যশ
সদ্য প্রকাশ্যে এসেছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’ ছবির ট্রেলার। ২০১৮ সালে কানাড়া সিনেমা ‘কেজি এফচ্যাপ্টার ১’ ছবির দ্বিতীয় পার্ট এই ছবি। আগামী ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে যশ অভিনীত এই ছবি। রবিবার ট্রেলার লঞ্চ উপলক্ষে জড়ো হয়েছিল ছবির টিম।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন যশ। পর্দায় তাঁর চরিত্রের নাম রকি। আরও অভিনয় করছেন শ্রীনিধি শেট্টি, সঞ্জয় দত্ত এবং রাবিনা ট্যান্ডন। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষায় মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার টু’। প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর সিক্যুয়েলকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।
রবিবার KGF: Chapter 2-এর ট্রেলার লঞ্চের সময়, যশ বলেছিলেন যে KGF-এর সাফল্যের জন্য সমস্ত কৃতিত্বের প্রাপ্য পরিচালক প্রশান্ত নীল। সহ-অভিনেতা সঞ্জয় দত্ত সম্পর্কেও কথা বলেন যশ। কাজের প্রতি সঞ্জয় দত্তের একনিষ্ঠতা দেখে অবাক হয়েছেন তিনি। সঞ্জয় দত্তের স্বাস্থ্য নিয়েও চিন্তিত ছিলেন বলে জানিয়েছেন।
যশ বলেন, ‘সঞ্জু স্যার একজন প্রকৃত যোদ্ধা। এই ছবির সূত্রেই তাঁকে অনেক কাছ থেকে দেখেছি। তাঁর মত কঠোর পরিশ্রমী মানুষ খুব কমই আছেন। ওঁর কাছে প্রতিশ্রুতি-ই সব। নিজেকে উজাড় করে দিয়েছেন ছবির জন্য। শুধু তাই নয়, ওঁর উপস্থিতি এই সিনেমাকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। এটাই তাঁর ব্যাক্তিত্ব এবং দক্ষতার পরিচয়। সঞ্জু স্যরের উদ্দেশে একটাই কথা বলব- আপনাকে অসাধারণ লাগছে এই ছবিতে। আমি সব সময়ই ভক্ত থাকব আপনার।’
‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর পরিচালনায় প্রশান্ত নীল। ২০১৪ সালে ‘কেজিএফ’ ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছিলেন পরিচালক প্রশান্ত। দ্বিতীয় এই পার্টে খলনায়ক অধীরার চরিত্রে দেখা যাবে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে।
নতুন ছবিতে কেজিএফ অর্থাৎ কোলার গোল্ড ফিল্ডের ত্রাতা হিসেবে তুলে ধরা হয়েছে রকিকে। গরুড়কে হত্যার পর কোলার গোল্ড ফিল্ডের হিরো হয়ে ওঠে সে। এবার রকির সামনাসামনি আধীররা। ১৪ এপ্রিল সিনেমা হলে আসছে ‘কেজিএফ চ্যাপ্টার টু।’
For all the latest entertainment News Click Here