সঞ্জু ভাইয়ের পরামর্শেই আমার মিডল ওভারে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে- দাবি যশস্বীর
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাঁর বিধ্বংসী অপরাজিত ৯৮ রানের ইনিংসের হাত ধরে রাজস্থান রয়্যালস বড় জয় ছিনিয়ে নিয়েছে। এই ইনিংস খেলার পরেই যশস্বী জয়সওয়াল জানিয়েছেন, অধিনায়ক সঞ্জু স্যামসন তাঁকে বিশেষ পরামর্শ দিয়েছিলেন, যা ২০২৩ আইপিএলে তাঁর ব্যাটিংয়ে উন্নতি করতে সাহায্য করেছে।
রাজস্থান রয়্যালস তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালের সঙ্গে কথা বলার সময়ে যশস্বী বলেছেন, ‘সঞ্জু ভাই এবং আমি কথা বলছিলাম। আসলে আগের বেশ কিছু ম্যাচে পাওয়ারপ্লের পর আমি ঠিকঠাক খেলতে পারছিলাম না। সেই টেম্পোটা ধরে রাখতে পাচ্ছিলাম না। আমি ঠিকঠাক বড় শটই খেলতে পারছিলাম না। আমি তখন শিখেছিলাম, কী ভাবে বড় রান করতে হয় এবং মধ্য ওভারে কী ভাবে শট খেলতে হয়। আমি একটি নির্দিষ্ট উইকেটে কী ভাবে কোন শট খেলতে পারি, তা মূল্যায়ন করি এবং সেই অনুযায়ী ব্যাট করতে শুরু করি।’
আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে ফ্যাফের ঘাড়ে চেপে বসলেন যশস্বী, বেগুনি টুপির দখল নিলেন যুজি
কেকেআর-এর বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল মাত্র ১৩ বলে অর্ধশতরান করেন। যেটা আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। যুজবেন্দ্র চাহাল মুখে লম্বা হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি এত তাড়তাড়ি খেলছিলে, তোমার কোনও ডেট আছে নাকি কলকাতায়?’ সেটা শুনে যশস্বী লজ্জা পেয়ে উত্তর দিয়েছিলেন, ‘না, না! প্রথম ওভার থেকেই আমি এটা উপভোগ করছিলাম, আমার উদ্দেশ্য ম্যাচ জেতানো ছিল।’
যশস্বীর দুরন্ত ইনিংসের পর বিরাট কোহলি এবং কেএল রাহুল তাঁকে শুভেচ্ছা জানান। যশস্বী ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাকে সমর্থন এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাতে চাই। যখন আমি আপনার কাছে যাই এবং কিছু জানতে চাই, তখন আপনারা যে ভাবে আমাকে গাইড করেন, তা অবিশ্বাস্য।’
আরও পড়ুন: এক বালতি দুধে এক ফোঁটা চোনা- জরিমানার কবলে পড়তে হল জস বাটলারকে
যশস্বী জয়সওয়ালের পাশাপাশি যুজবেন্দ্র চাহালও একটি নতুন রেকর্ড করেছেন। কেকেআর-এর বিরুদ্ধে চার উইকেট নিয়ে ডোয়েন ব্র্যাভোকে পেছনে ফেলে যুজি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন।
বোলিং নিয়ে তাঁর পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘আমাদের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং কার্যত নকআউট ম্যাচের মতো ছিল। আমি আমার গতি পরিবর্তন করার চেষ্টা করছিলাম এবং ওদের (কেকেআর) সহজে বাউন্ডারি মারতে দিইনি। আমি এই মাটিতে অনেক খেলেছি। আমি আমার লাইন এবং লেন্থ পাল্টাচ্ছিলাম। পরিবর্তন করি, তাই শট খেলাটাও সহজ ছিল না।’
For all the latest Sports News Click Here