সঞ্জু নাকি ইশান, প্রথম একাদশে সুযোগ পাবেন কে? ব্যাখ্যা দিয়ে বললেন দীনেশ কার্তিক
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজটি ইতিমধ্যেই শেষ হয়েছে। ভারতীয় দল ১-০ ব্যবধানে এই টেস্ট সিরিজটি জিতেছে। এখন ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুই-দুই হাত করতে প্রস্তুত টিম ইন্ডিয়া। এই সিরিজের প্রথম ম্যাচটি ২৭ জুলাই থেকে বার্বাডোজে অনুষ্ঠিত হবে। এই ওডিআই সিরিজটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখান থেকে দলটি আসন্ন বিশ্বকাপের (ওডিআই বিশ্বকাপ ২০২৩) প্রস্তুতি শুরু করবে।
দলে কিছু খেলোয়াড়ের স্থান নিশ্চিত করা হয়েছে, তবে কিছু খেলোয়াড় ভালো পারফর্ম করে নিজেদের জায়গা পাকা করতে চাইবেন। মনে করা হচ্ছে এই সময়ে প্লেয়িং একাদশে জায়গা করার জন্য ইশান কিশান এবং সঞ্জু স্যামসনের মধ্যে লড়াই হতে পারে। এই অবস্থায় ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক মনে করেন ইশান কিষানকে আগে জায়গা দেওয়া উচিত। দুটি কারণের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে সঞ্জুর আগে ইশানকে সুযোগ দিতে চান দীনেশ কার্তিক।
ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক এই বিষয়ে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে সঞ্জু স্যামসনের থেকে সামান্য হলেও এগিয়ে থাকবেন ইশান কিশান। কারণ তিনি একজন বাম-হাতি ব্যাটসম্যান এবং ভারতীয় দলে ভালো ফিট হতে পারেন। এছাড়াও, রিজার্ভ ওপেনার হিসেবে থাকবেন ইশান কিষান।
দীনেশ কার্তিক উল্লেখ করেছেন যে ভারতীয় দলে বাঁ-হাতি ব্যাটসম্যানের অভাব রয়েছে এবং কিশান একজন বাঁ-হাতি ব্যাটসম্যান। এমন পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের আগে ইশানকে জায়গা দেওয়া উচিত। এছাড়াও কিষান বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ছিলেন। কার্তিক বলেছিলেন যে এই দুটি কারণে ইশানকে ওয়ানডে সিরিজে সুযোগ দেওয়া উচিত।
এই সমস্ত কিছুর কারণে সঞ্জু স্যামসনের তুলনায় ইশান কিষানকে এগিয়ে রেখেছেন দীনেশ কার্তিক। এই দুই উইকেটরক্ষকের নাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে রয়েছে। ৫০ ওভারের ফর্ম্যাটে মাত্র ১১টি ম্যাচ খেলেছেন সঞ্জু স্যামসন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্রুত হাফ সেঞ্চুরি করার পর ওডিআই সিরিজেও দলে আছেন ইশান কিশান। তিনি এখন পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ, ১৪টি একদিনের আন্তর্জাতিক এবং ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বৃহস্পতিবার কেনসিংটন ওভালে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এখন দেখার টিম ম্যানেজমেন্ট দীনেশ কার্তিকের কথা মেনে নেয় কিনা।
For all the latest Sports News Click Here