সঞ্জুদের হারিয়ে শিরোপা জয়, রোহিত-ধোনি-গম্ভীরকে স্পর্শ হার্দিক পান্ডিয়ার
শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকমাস আগেই অত্যধিক খারাপ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। জাতীয় দল থেকে বাদ পড়ার পাশাপাশি তার দীর্ঘদিনের ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স দলও তাকে মেগা নিলামে রিটেন না করেই ছেড়ে দিয়েছিল। তবে মেগা নিলামের আগে তাকে অধিনায়ক হিসেবে নিয়োগ করে আইপিএলের ১৫তম মরশুমে অভিষেক হওয়া ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস দল। গুজরাট তার প্রতি যে ভরসাটা রেখেছিল তার প্রতি পূর্ণ সম্মান জানাতে সমর্থ হলেন হার্দিক। তার নেতৃত্বেই প্রথম মরশুমেই আইপিএলে চ্যাম্পিয়ন হল গুজরাট দল। আর তার সঙ্গে সঙ্গেই ভারতীয় অধিনায়ক হিসেবে আইপিএলের শিরোপাজয়ী অধিনায়কদের এলিট তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন তিনি।
ভারতীয় অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত আইপিএলের ট্রফি জয়ের নজির রয়েছে রোহিত শর্মা, গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিং ধোনির। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ৫ বার আইপিএল জিতেছেন রোহিত। কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে দু’বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন গৌতম গম্ভীর। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব করে ৪বার এই ট্রফি জিতেছেন ধোনি। গুজরাটের দলের অধিনায়ক হিসেবে প্রথম বছরেই আইপিএলের শিরোপা জিতে সেই তালিকায় যুক্ত হলেন হার্দিক।
ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩০ রান করতে সমর্থ হয় রাজস্থান রয়্যালস দল। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন জস বাটলার। তিনি ৩৯ রানে আউট হওয়ার পরেই দিশাহীন মনে হয় রাজস্থান ব্যাটিংকে। হার্দিক অসাধারণ বোলিং করেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে শিরোপা জয় নিশ্চিত করেন হার্দিকরা। ব্যাট হাতেও ৩০ বলে ৩৪ রান করেন হার্দিক। ইনিংসের সর্বোচ্চ স্কোর শুভমন গিলের (৪৫*)।
For all the latest Sports News Click Here