সচিন-সৌরভের স্বপ্নের মাইলস্টোন স্পর্শ করতে রোহিত-শিখরের চাই আর মাত্র ৬ রান
রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম সফল ওপেনিং জুটি। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত-শিখর জুটিই সম্ভবত ওপেন করবে। এই জুটি সাম্প্রতিক অতীতে একসঙ্গে খেলেনি। এর প্রধান ২টি কারণ- ১) ধাওয়ান টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাচ্ছেন না। ২) ভারতের ওয়ানডে খেলার সংখ্যা কমে গিয়েছে।
ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরেই রোহিত এবং ধাওয়ান জুটি ওডিআইতে ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় ওপেনিং জুটি। আর সচিন-সৌরভের পর এই ওপেনিং জুটি ওডিআই-এ ৫০০০ রানের থেকে আর মাত্র ৬ রান দূরে রয়েছে। সৌরভ-সচিন ওপেন করতে নেমে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করে ফেলেছেন। রোহিত-শিখর আবার ওপেন করতে নেমে ১১১ ইনিংসে ৪৯৯৪ রান করেছেন।
আরও পড়ুন: রানের খরার মধ্যেই চোটের ভ্রুকুটি, প্রথম ODI-তে অনিশ্চিত কোহলি
সচিন, সৌরভ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনিং জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স ১০২ ইনিংসে ৫১৫০ রান) এবং অ্যাডাম গিলক্রিস ও ম্যাথু হেডেনও (১১৪ ইনিংসে ৫৪৭২ রান) রয়েছে ওডিআই-এ পাঁচ হাজার রানের তালিকায়। সে ক্ষেত্রে রোহিত-শিখর জুটি সামগ্রিক ভাবে চতুর্থ স্থানে জায়গা করে নেবে।
আরও পড়ুন: প্রথম ODI-এ কোহলির জায়গায় কে? হার্দিক-জাদেজা ২জনেই খেলবেন?কী হবে দল?
সচিন-সৌরভ একমাত্র ওপেনিং জুটি, যে জুটি রোহিত-শিখর ধাওয়ানের চেয়ে বেশি সেঞ্চুরি করেছে। সামগ্রিক ভাবে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সচিন-সৌরভেরই সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশিপে নাম রয়েছে।
মঙ্গলবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচটি ওভালে হবে। আর দ্বিতীয়টি বৃহস্পতিবার লর্ডসে অনুষ্ঠিত হবে। এর পর রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হবে সিরিজ।
For all the latest Sports News Click Here