সচিন-যুবি-বুমরাহদের ফিট করেছেন, এ বার পন্তের দায়িত্বে, জানেন কে এই ডক্টর দীনশ?
মুম্বইতে ঋষভ পন্তের চিকিৎসার দায়িত্বে থাকবেন ডক্টর দীনশ পার্দিওয়ালা। এর আগে দীনশ পার্দিওয়ালা সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজার পাশাপাশি দেশের একাধিক ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্বে ছিলেন। পন্তের ক্ষেত্রে চিকিৎসার যত দেরি হতো, তত তাঁর ক্ষতির আশঙ্কা বেড়ে যেত। তাই তড়িঘড়ি মুম্বইয়ে পন্তকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: ও একজন যোদ্ধা, শক্ত মনের মানুষ- পন্তের মুম্বইয়ে আসার আগে বিশেষ বার্তা কিং খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় পন্তকে। পন্তের এয়ার অ্যাম্বুল্যান্সের খরচও বহন করছে বিসিসিআই। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর দীনশ পার্দিওয়ালা। তিনিই থাকবেন পন্তের চিকিৎসার দায়িত্বে। দীনশ পার্দিওয়ালা ২২ বছরেরও বেশি সময় ধরে প্র্যাক্টিস করছেন। তিনি আইসিসি-র চিকিৎসা উপদেষ্টা কমিটির সদস্য। আর্থ্রোস্কোপিক সার্জারিতে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৯ সালে ISAKOS জন জয়েস পুরস্কারও জিতেছিলেন।
আরও পড়ুন: মুম্বইয়ে স্থানান্তরিত করা হচ্ছে পন্তকে, প্রয়োজনে নিয়ে যাওয়া হতে পারে বিদেশে
পন্তের হাঁটু ও গোড়ালির চোটের এমআরআই স্ক্যান এখনও করা হয়নি। তবে ইতিমধ্যেই বিসিসিআই-এর তালিকাভুক্ত চিকিৎসক এবং দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের মধ্যে দুই-তিন দফা বৈঠক হয়। বৈঠকের পরেই ঠিক হয় যে, তাঁর দ্রুত চিকিৎসা দরকার। সে কারণেই তাঁকে মুম্বই নিয়ে আসা হয়েছে।
এই প্রসঙ্গে বিসিসিআই-এর তরফে বলা হয়েছে, ‘ঋষভ পন্তের লিগামেন্টে অতি দ্রুত অস্ত্রোপচার করা দরকার। বিসিসিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম ওঁকে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বোর্ডের তরফে ওঁকে সব রকম ভাবে সাহায্য করার অঙ্গীকার করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অত্যন্ত গুরত্বপূর্ণ ছিল।’
For all the latest Sports News Click Here