সচিন-মেসিকে কত অপেক্ষা করতে হয়েছে ভাবুন-টিম ইন্ডিয়ার সমর্থকদের বার্তা শাস্ত্রীর
ওভালে জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। চলতি বছরই অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। তবে এই বিশ্বকাপের আগে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দল যা যা অর্জন করেছে সেইসব কিছু অনুসরণ করতে চাইবে।
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। অবশ্য ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ২০১৫ এবং ২০১৯ সালে জায়গা করে নেয় মেন ইন ব্লু। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে তারা। ২০১৬ এবং ২০২২ সালেও ভারত সেমিফাইনালে টিকিট পায়। কিন্তু ২০২১ সালে নকআউটে উঠতে পারেনি ভারত। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় হয় রোহিত শর্মা, বিরাট কোহলিদের। শুধু বিশ্বকাপ নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয় ভারতকে। ২০১১ সালের বিশ্বকাপের পর আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে ভারত ফাইনাল এবং সেমিফাইনালে জায়গা করে নিলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। স্বাভাবিক ভাবেই এই বিশ্বকাপে ভারতে উপর প্রত্যশা রয়েছে।
ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী ভারতীয় দল সম্পর্কে বলেছেন, ‘ভারতীয় দল আইসিসি ইভেন্টে ধারাবাহিকতাকে বজায় রেখেছে। আইসিসি ট্রফির জন্য তারা দীর্ঘ সময় ধরে লড়াই করে যাচ্ছে। ভারতীয় দল একবার জেতা শুরু করলে, তাদেরকে থামানো যাবে না।’
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে মেসির নাম যোগ করে তিনি জানান, ‘সচিন তাঁর কেরিয়ারে ৬টি বিশ্বকাপ টুর্নামেন্ট খেলে একটিতে জয়লাভ করেছে। মানে সচিনকে বিশ্বকাপ পেতে অপেক্ষা করতে হয়েছে ২৪ বছর। অন্যদিকে মেসিও অনেকদিন ধরে খেলছে। কিন্তু এবার এসে তারা বিশ্বকাপ পেল। যখন তারা জয়ের মুখ দেখতে শুরু করল তখন কোপা আমেরিকা জিতল এবং শেষে ফিফা বিশ্বকাপ জিতেছে। ফলে অপেক্ষা করতে হবে। নইলে কিছু হবে না। ভারত একবার জেতা শুরু করলে আটকানো যাবে না।’
ভারতের প্রাক্তন কোচ আরও বলেন, ‘আমি মনে করি ভারত আইসিসি ট্রফির ধারাবাহিকতা বজায় রেখেছে। ভারত ফাইনাল এবং সেমিফাইনালে পৌঁছবেই। ভারত এটারই যোগ্য। ভারতের মাটিতে খেলা হওয়ায় কিছুটা হলেও হোম অ্যাডভান্টেজ পাবে বিরাট কোহলি, রোহিত শর্মারা। এখন সবকিছুই ওদের উপর নির্ভর করছে। ভাগ্য সহায় থাকলে এবছর বিশ্বকাপ ভারতে আসবে।’
For all the latest Sports News Click Here