সচিন নয়, খেলোয়াড়রা এখন ধোনিকে অনুসরণ করছেন! কেন এমন বললেন প্রাক্তন পাক অধিনায়ক
বুধবার ২০২২ এশিয়া কাপ-এ হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার-ফোরো জায়গা করে নিয়েছে ভারত। ভারতীয় দল প্রথমে ব্যাট করে হংকংকে ১৯৩ রানের টার্গেট দিয়েছিল, যার জবাবে হংকং মাত্র ১৫২ রান করে। পাকিস্তান এবং হংকংয়ের মধ্যে শুক্রবারের ম্যাচের বিজয়ী রবিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হবে।
ভারতের হয়ে এদিনের ম্যাচের নায়ক ছিলেন সূর্যকুমার যাদব। যিনি মাত্র ২৬ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে হংকংয়ের বিরুদ্ধে বড় রান করেন। এছাড়াও বিরাট কোহলিও ৪৪ বলে ৫৯ রান করে ছয় মাস পর পঞ্চাশ রান ছুঁয়েছেন। সূর্যকুমারের বিস্ফোরক ইনিংসের প্রশংসা করেছেন ভক্ত থেকে প্রাক্তন ক্রিকেটাররা। তবে সূর্যের ইনিংস ও অন্যান্য ব্যাটসম্যানদের নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।
আরও পড়ুন… ভিডিয়ো: ম্যাচ হেরে ভারতীয় সাজঘরের হংকং, চলল সেলফি ও অটোগ্রাফ সেশন
ভারতের জয়ের পর লতিফ তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন,‘খেলা বদলে গেছে। একটা সময় ছিল যখন খেলোয়াড়রা তেন্ডুলকর,সেহওয়াগ,বিরাট কোহলিকে অনুসরণ করতেন। তারা তাদের রেকর্ড ভাঙতে চাই তো। কিন্তু এই দলে ৩-৪ জন খেলোয়াড় আছে যারা সেটা বিশ্বাস করে না। হ্যাঁ,সম্মান আছে,কিন্তু তারা এমএস ধোনিকে অনুসরণ করেন। হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব এমনকি দীপক হুডাও তার মতো খেলেন।’
আরও পড়ুন… প্রসাদ থেকে গণেশ, মন্থর কেএল রাহুলের বিরুদ্ধে মুখর তাঁর রাজ্যেরই প্রাক্তনীরা
লতিফ আরও বলেন, ‘সুনীল গাভাসকর এবং সচিন তেন্ডুলকরের বদলে খেলোয়াড়রা এখন এমএস ধোনিকে অনুসরণ করছেন। সে যেভাবে খেলেছে এবং যেভাবে খেলা তৈরি করেছে.. শীর্ষ-৩ হয়তো সেরাটা করছে না, কিন্তু পরের তিনজন সত্যিই সেটা ভালোই করছে। সূর্যকুমার যাদব ৩ নম্বরে সুযোগ পাচ্ছেন না তবে তিনি যে কোনও নম্বরে ভালো করতে পারেন।’
For all the latest Sports News Click Here