সচিন না কোহলি, জানেন কি শুভমনের আদর্শ কে? গিলের উত্তর শুনলে অবাক হবেন
বর্তমানে ভারতীয় দলের ব্যাটার শুভমন গিলকে নিয়ে সব জায়গাতেই আলোচনা চলছে। কারণ তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান শুভমন গিলকে নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। তিনি বলেছেন যে শুভমন গিল এমন একজন খেলোয়াড় যিনি সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মতো কিংবদন্তিদের উত্তরাধিকার হতে পারেন। সাবা করিমের মতে, শুভমন গিলের এত প্রতিভা আছে যে তিনি এই জায়ান্টদের মতো খেলতে পারেন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে শুভমন গিলের পছন্দ কোন ক্রিকেটার সচিন নাকি বিরাট।
আরও পড়ুন… Australian Open: ফাইনালে জকোভিচ, সিসিপাসকে হারিয়ে দশমবার ট্রফি জিততে মরিয়া নোভাক
প্রায়শই আপনাকে এমন প্রশ্ন করা হয়, যার উত্তর আপনি দিতে পছন্দ করেন না বা আপনি উত্তর জানেন না। শুভমন গিলের সঙ্গেও একই রকম কিছু ঘটেছিল, যখন তাঁকে ক্রিকেট সম্বন্ধে এমন এক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। স্টার স্পোর্টসে শুভমন গিলকে প্রশ্ন করা হয়েছিল সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির মধ্যে আপনার প্রিয় ব্যাটসম্যান কে? প্রথমে উত্তর দিতে একটু ইতস্তত বোধ করেন শুভমন গিল। কিন্তু পরে তিনি সততার সঙ্গে এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ‘আমি এর জন্য বিরাট ভাইকে বেছে নেব। কারণ আমি সচিন স্যারকে দেখে খেলা শুরু করেছিলাম এবং তিনি যখন অবসর নিয়েছিলেন তখন আমি খুব ছোট ছিলাম। তাই আমি বিরাট কোহলির সঙ্গেই যেতে চাই। কারণ ব্যাটার হিসেবে আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
আরও পড়ুন… Ranji Trophy: অস্ট্রেলিয়া সিরিজের আগে চলল না জাদেজার ব্যাট, আবার সস্তায় আউট হয়ে হারলেন ম্যাচ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ২০৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন শুভমন গিল। এতে করে তিনি ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় নিজের নাম যুক্ত করেছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে খুব বেশি রান করতে পারেননি শুভমন। কিন্তু তৃতীয় ওয়ানডেতে আবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল। এই তিনটি ইনিংস সহ, গিল মাত্র ৩ ম্যাচে ১৮০ গড়ে ৩৬০ রান করেছিলেন।
শুভমন গিলের ব্যাটিং দেখে প্রাক্তন ক্রিকেটার সাবা করিম বলেছেন, ‘শুভমন গিলের মেজাজ খুব ভালো। তিনি বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকরের তৈরি উদাহরণটিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারেন। তাঁর সবচেয়ে বড় পরীক্ষা হবে বিদেশের কন্ডিশনে। শুভমন গিল যখন ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলেন, তখন তাঁর পারফরম্যান্স তেমন ভালো ছিল না। আশা করি তিনি ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে উঠবেন। অনেক দিন পর এ ধরনের দক্ষতা আমরা দেখছি। ভবিষ্যতে, কঠিন দলের বিরুদ্ধে সে কেমন পারফরম্যান্স করে তা দেখতে হবে। কঠিন পরিস্থিতিতে তাঁকে পরীক্ষা দিতে হবে। যদিও তাঁর শুরুটা ভালো হয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here