সচিনের সঙ্গে আমার তুলনা? সত্যি হাসি পায়, মন্তব্য বিরাটের
বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে সবার প্রথমেই থাকবে সচিন তেন্ডুলকরের নাম। বিশ্ব ক্রিকেটের একমাত্র ক্রিকেটার হিসাবে ১০০টি সেঞ্চুরির মালিক তিনি। প্রায় সব রেকর্ডই তাঁর পকেটে। অবশ্য কালক্রমে অনেকেই বর্তমানে তাঁর সেই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন। সচিনের পথ অনুসরণ করে চলেছেন বিরাট কোহলিও। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। এই দুই ভিন্ন সময়ের ক্রিকেটারদের মধ্যে প্রায়শই তুলনা করা হয়। বিরাট কি সচিনের ১০০টি সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন কিনা? কিংবা কোন ম্যাচে তিনি সচিনকে ছাপিয়ে গেলেন তা নিয়ে বিভিন্ন সময় বিস্তর আলোচনা হয়। তবে এই নিয়ে মুখ খুললেন বিরাট। জানালেন যখন সচিন এবং তাঁর মধ্যে তুলনা করা হয় তখন তাঁর হাসি পায়। বিব্রত বোধও করেন তিনি।
আইপিএলে একটি ম্যাচ শেষে জিও সিনেমাতে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সঙ্গে সচিনের তুলনা করার প্রসঙ্গ উঠে আসে। তখন প্রাক্তন ভারত অধিনায়ক জানান, ‘আমি প্রতিবারই হাসতে থাকি। যারা এই ধরণের কথা বলেন, তাদের খেলার সম্পর্কে কোনও রকম ধারণা নেই। আমায় যখন সচিনের সাথে তুলনা করা হয়, তখন আমি বিব্রত বোধ করি। জানি এই সব মানুষরা পরিসংখ্যান দেখেই এই ধরনের কথা বলে। আমার কাছে সচিন তেন্ডুলকর সব সময় একটা আবেগের নাম। সচিন তেন্ডুলকর একটা চলমান শক্তির উৎস।’
তিনি আরও বলেন, ‘কখনও সচিন তেন্ডুলকর এবং ভিভ রিচার্ডসনের সঙ্গে কারোর তুলনা করা উচিত নয়। ওরা ওদের নিজেদের সময়কালের সেরা ক্রিকেটার। নিজেদের সময় খেলার মধ্যে একটা বিপ্লব এনেছে ওরা। সমর্থকরা ওদেরকে ভরসা ও বিশ্বাস করে। ক্রিকেটে কোনও ক্রিকেটারের উপর বিশ্বাস করা খুবই একটা বিরল ব্যাপার।’
উল্লেখ্য, অনেক প্রাক্তন ক্রিকেটারকেই বলতে শোনা যায়, সচিনের রেকর্ড ভাঙতে পারেন একমাত্র বিরাট। ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে সচিনকে ছুঁয়ে গিয়েছেন তিনি। তবে ১০০টি সেঞ্চুরির মালিক বিরাট হতে পারবেন কিনা তা সময় বলবে। তবে সব ফরম্যাট মিলিয়ে ৭৫টি শতরান ইতিমধ্যেই করে ফেলেছেন কিং কোহলি। এইবার আইপিএলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। তিনটি অর্ধশতরানও করে ফেলেছেন। চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। সেই দলের অন্যতম ভরসা হতে চলেছেন কোহলি।
অবশ্য সেই বিশ্বকাপের আগে বেশ কয়েকটি সিরিজ খেলবে ভারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়ানশিপ ফাইনাল। জুন মাসে ওভারে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সেই টুর্নামেন্ট বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here