সচিনের নাম ভাঁড়িয়ে মেডিকেল প্রোডাক্টের বিজ্ঞাপন, মুম্বই পুলিশে দায়ের হল FIR
শুভব্রত মুখার্জি: ভারত তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। দীর্ঘদিন ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বিজ্ঞাপনি জগতে এখনও রয়েছে তাঁর আকর্ষণ। বিভিন্ন নামি দামি কোম্পানি এখনও সচিনের স্বচ্ছ ইমেজকে ব্যবহার করেন তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনে। আর সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করে বেশ কিছু অসাধু ব্যবসায়ী। সম্প্রতি এমন একটি বিষয় নজরে এসেছে। যেখানে সচিনের নাম ভাঁড়িয়ে মেডিকেল প্রোডাক্টের বিজ্ঞাপন করা হয়েছে। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে পুলিশে কেসও দায়ের করা হয়েছে।
আরও পড়ুন… ভারতীয় দলের দরজা ভেঙে ঢুকবেন যশস্বী জসওয়াল! হরভজন সিং এবং রবি শাস্ত্রীর বড় দাবি
মুম্বই পুলিশের তরফে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সচিনের অনুমতি ছাড়াই তাঁর নাম, ছবি এমনকি তাঁর কন্ঠস্বরও ব্যবহার করা হয়েছে। আর সেই নিয়েই অভিযোগ দায়ের করেছেন সচিনের খুব কাছের এক ব্যক্তি। ওয়েস্ট রিজিয়ন সাইবার পুলিশ স্টেশনে দায়ের হয়েছে কেস। অভিযোগকারী জানিয়েছেন তিনি এই বিজ্ঞাপনটি অনলাইনে খুঁজে পান। যেখানে ওই মেডিকেল কোম্পানির তরফে দাবি করা হয়েছে সচিন তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন করেছেন।
আরও পড়ুন… ভাই তোর ক্ষমতা মেনে নিলাম- সূর্যকে কুর্নিশ বিরাটের
ওই ওয়েবসাইটটির নাম সচিন হেল্থ ডট ইন। সেখানেই এই বিজ্ঞাপনটিতে সচিনের উপস্থিতি দাবি করা হয়েছে। প্রোডাক্টের বিজ্ঞাপনে সচিনের ছবি ব্যবহার করা হয়েছে। সচিন তেন্ডুলকরের ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করা হয়েছে এমন কোন বিজ্ঞাপনের জন্য সচিনের তরফে কোনও রকম কোন অনুমতি দেওয়া হয়নি। তাঁর অনুমতি ছাড়াই চলছে এই বেআইনি প্রচার। ফলে ভারতীয় দন্ডবিধি আইনের ধারা ৪২০ (চিটিং বাজি), ৪৬৫ (ভুয়ো প্রচার), ৫০০ (সম্মানহানি) ধারায় মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ইনফরমেশন টেকনোলজি আইনেও মামলা শুরু হয়েছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here