সচিনের কোন রেকর্ড ভাঙতে কালঘাম ছুটবে বিরাটের, বলে দিলেন সঞ্জয়
প্রতিটি আন্তর্জাতিক সেঞ্চুরির সঙ্গে বিরাট কোহলির রেকর্ড আরও বেড়ে চলেছে। কিংবদন্তিদের সারিতে নিজের এক অন্য জায়গা করে নিচ্ছেন কোহলি। সচিন তেন্ডুলকরের পরে যদি কোনও ভারতীয় ব্যাটসম্যান মাস্টার ব্লাস্টারের মতো বিশ্বের কল্পনাকে মোহিত করে থাকেন তবে তিনি হলেন বিরাট কোহলি। ১৯৯০ এবং ২০০০ এর দশকে, তেন্ডুলকর একটি সমগ্র জাতিকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন যে তিনি আছেন তো। সেই জাতি বর্তমানে সচিনের মতোই বিশ্বের সেরা ব্যাটসম্যান খুঁজে পেয়েছেন। সচিনের সেই ব্যাটন কয়েক দশক ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। অন্য সব শ্রেণির ব্যাটসম্যানের মতো, কোহলির ফর্মে মন্দাভাব ছিল কিন্তু গত বছর এশিয়া কাপের সময় তিনি যেভাবে গর্জে উঠেছিলেন তাতে বিশেষজ্ঞরা মনে করছেন বিরাট আবারও বহু রেকর্ড ভেঙে দেবেন। যে ভাবে তিনি ২০২৩ বছরটা শতরান দিয়ে শুরু করেছেন তাতে অনেকেই বিশ্বাস করছেন যে ২০২৩ আবারও বিরাট কোহলির বছর হতে চলেছে।
আরও পড়ুন… SA20: ব্যাট হাতে সল্টের তাণ্ডব, ক্যাপিটালসের জয়ে বড় অবদান রাখলেন IPL-এর ব্রাত্য নিশাম
বিরাট কোহলি তাঁর ৪৫তম ওডিআই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন, তিনি আরও পাঁচটি শতরান করতে পারলেই এই ফর্ম্যাটে সর্বাধিক শতরান করে ফেলবেন এবং তেন্ডুলকরকে ছাপিয়ে যাবেন। বিশেষজ্ঞরা মনে করছেন এটি কেবল সময়ের অপেক্ষা। অনেকেই মনে করছেন কোহলি নিজের ক্যারিয়ারে অন্তত আরও দুই বছর খেলবেন নিশ্চিত, ফলে কোনও অঘটন না ঘটলে এটিই নিশ্চিত ঘটবেই। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপের বছর এবং ভারত প্রচুর ওয়ানডে খেলছে। অনেকেই মনে করছেন তেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি হলেন কোহলি। তিনি বাকি ভারতীয় ব্যাটসম্যানদের থেকে বহু মাইল এগিয়ে রয়েছেন এবং এটিই উপযুক্ত যে তিনি নিজের আদর্শকে অতিক্রম করবেন।
আরও পড়ুন… জোর করে ধোনিকে সরিয়ে ODI দলের অধিনায়ক হতে চেয়েছিলেন বিরাট, পরিস্থিতি সামাল দেন শাস্ত্রী
তবে অনেকেই মনে করেন কোহলির আসল চ্যালেঞ্জ পরবর্তী পাঁচটি ওয়ানডে শতরান করা নয়, বরং তেন্ডুলকরের টেস্ট সেঞ্চুরির সমতুল্য করা। সচিনের সতীর্থ তথা ভারতীয় দলের প্রাক্তন তারকা সঞ্জয় মঞ্জরেকর এমনটাই মনে করেন। তেন্ডুলকরের দখলে রয়েছে ৫১ টেস্ট সেঞ্চুরি, সেখানে কোহলি এখনও তাঁর থেকে ২২টি শতক পিছিয়ে রয়েছেন। ৩৪ বছর বয়সি তারকা বর্তমানে ২৯টি টেস্ট সেঞ্চুরি করেছেন। কোহলির অনেক কিছু করার আছে কিন্তু মঞ্জরেকর আশা করেন যে বিরাট সেই লক্ষ্য রাখতে পারবেন এবং এটি অর্জনের জন্য কঠোর চেষ্টা করতে পারেন।
সচিন তেন্ডুলকরের মুম্বই এবং ভারতীয় দলের সতীর্থ সঞ্জয় মঞ্জরেকর বাইজুর ক্রিকেট লাইভ শোতে বলেছেন, ‘সচিনের টেস্ট সেঞ্চুরিটি কোহলির জন্য একটি বড় পাহাড় হতে চলেছে, যেটি তিনি উঠতে চাইবেন। তিনি (কোহলি) এই ফর্ম্যাটে (ওডিআই) সর্বকালের দুর্দান্ত; তিনি বলেননি যে তিনি টেস্ট ম্যাচে দুর্দান্ত নন। তেন্ডুলকরের আসল মহিমা ছিল ৫১টি টেস্ট সেঞ্চুরি। এটিই তার জন্য একটি সত্যিকারের বড় চ্যালেঞ্জ হতে চলেছে এবং আমি আশা করি সে সেই আকাঙ্খা পূর্ণ করার চেষ্টা করবে এবং সেখানে পৌঁছাবে।’
কোহলি এবং তেন্ডুলকর যখন ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ভারতের সতীর্থ ছিলেন এবং একসঙ্গে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলেছিলেন, সচিনের অবসরের পরে তখনই কোহলি সত্যিই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হয়ে উঠেছিলেন। তেন্ডুলকরের অন্য কিছু রেকর্ড যা কোহলির ভাঙ্গার সম্ভাবনা রয়েছে তা হল ওয়ানডেতে এবং ঘরের বাইরে একটি নির্দিষ্ট দেশে ভারতীয় ব্যাটসম্যানের দ্বারা সর্বাধিক রানের রেকর্ড।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here