‘সঙ্গমে লিপ্ত অবস্থায় দুজনকে দেখে ফেলেছিল বন্ধু’, যৌন খিদে নিয়ে অকপট কঙ্কনা
মুক্তির অপেক্ষায় নেটফ্লিক্সের অ্যান্থোলজি ছবি ‘লাস্ট স্টোরিজ ২’। চারজন পরিচালক এই ছবিতে চারটি পৃথক গল্প পরিচালনা করেছেন যার অন্যতম কঙ্কনা সেনশর্মা। এই ছবিতে কঙ্কনা পরিচালিত গল্পে দেখা মিলবে অম্রুতা সুভাষ এবং তিলোত্তমা সোম। ছবির ট্রেলারে খানিক আভাস মিলেছে কেমন হবে সেই গল্প। আরও পড়ুন-‘সেক্স, পিরিয়ডস নিয়ে মা কোনওদিন কথা বলেনি’, এবার যৌনতার পাঠ দেবেন ‘ঠাকুমা’ নীনা
বাড়ির পরিচারিকা (অম্রুতা সুভাষ)-কে ডেলিভারি বয়ের সঙ্গে সঙ্গমরতম অবস্থায় দেখে ফেলেন তিলোত্তমা সোম। এরপর তাঁকে ফোনে এক বন্ধুকে বলতে দেখা যায়, ‘সীমা দিদি আমার বিছানায়!’ পরের দৃশ্যে কাজের মেয়ের সঙ্গে তাঁর মধ্যে ঝামেলা চলে কে বেশি ‘নোংরা মহিলা’ সেই নিয়ে। এই কাহিনির অনুপ্রেরণা কোথায় পেলেন কঙ্কনা? ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অপর্ণা সেন কন্যা বলেন- ‘স্টোরি আইডিয়া নিয়ে আমি ক্রমাগত ভাবনা-চিন্তা চালাচ্ছিলাম। তারপর হঠাৎ করেই আমার এই ঘটনা মনে পড়ে। আমার এক বন্ধুর সঙ্গে এটি ঘটেছিল। দুজন সেক্সে লিপ্ত ছিল, হঠাৎ করেই সেই বন্ধু ঘরে ঢুকে পড়ে। আমাদের কাহিনির সঙ্গে ওর গল্পের শুধুমাত্র এইটুকুই মিল রয়েছে। এই আইডিয়াটা আসবার পর আমি নিজের মতো করে একটা গল্প সাজিয়েছি’।
তাঁর চোখে লালসা কী? ‘ওয়েক আপ সিড’ অভিনেত্রী জানালেন- ‘আমার কাছে যৌন খিদে সবসময়ই এমন একটা বিষয় যা নিষিদ্ধ… আর গল্পে সেই ভাবনাই তুলে আনার চেষ্টা চলছে, যে বিষয়টা লালসায় ভরপর হবে, নিষিদ্ধ হবে অথচ তার মধ্যে একটা গভীর অনুররণ থাকবে’।
কঙ্কনা আরও জানান, প্রথমবার ‘লাস্ট স্টোরিজ ২’-এর প্রস্তাব আসবার পর যথেষ্ট উৎকন্ঠায় ছিলেন তিনি। এমনকী নির্মাতাদের বলেও রেখেছিলেন মাস কয়েকের মধ্যে কোনও ভাবনা তাঁর মাথায় না আসলে যেন অন্য কোনও পরিচালককে বেছে নেন তাঁরা। যদিও বন্ধুর কাছ থেকে শোনা সত্য ঘটনাই টুইস্টের সঙ্গে ‘লাস্ট স্টোরিজ ২’-তে তুলে ধরবেন পরিচালক কঙ্কনা।
কঙ্কনা এর আগে ‘ডেথ ইন দ্য গঞ্জ’-এর সাইকোলজিক্য়াল থ্রিলার পরিচালনা করেছেন। সেই ছবিরও অংশ ছিলেন তিলোত্তমা সোম। বন্ধু কোকো-র ছবিতে অভিনয় সবসময়ই বড় পাওনা। তিলোত্তমা জানালেন, ‘গঞ্জে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিল। কোকো আমাকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছে, তার ফলে অন্য পরিচালকরাও নতুনভাবে দেখতে শুরু করেছে। আমাকে একটা বন্ধ ঘর থেকে বার করে এনেছে কোকো। আমি গর্বিত কোকো আমার বন্ধু’। অম্রুতা সুভাষের কথায়, ‘আমার কাছে এটা স্বপ্নপূরণ। আমি তো ন্যারেশন পর্যন্ত শুনতে চাইনি, কারণ আমি কঙ্কনার সঙ্গে কাজ করতে এতটাই উত্তেজিত ছিলাম। জুম কলে কলকাতা থেকে আমাকে চিত্রনাট্য শোনান কঙ্কনা। সব চরিত্রগুলো এত সুন্দর করে অভিনয় করে দেখান উনি, ভালো অভিনেত্রী হওয়ার এটা বড় ফায়দা’।
কঙ্কনা ছাড়াও ছাড়াও ‘লাস্ট স্টোরিজ ২’-এর বাকি তিন কাহিনি পরিচালনা করেছেন সুজয় ঘোষ, আর বাল্কি এবং অমিত আর শর্মা। ২৯শে জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু এই ছবির।
For all the latest entertainment News Click Here