‘সঙ্কটজনক’ মাকে ফেলে শিমলাতে শ্যুট করতে যান শাহরুখ! জানালেন মায়া মেমসাব পরিচালক
প্রায় ৩০ বছর আগে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত মায়া মেমসাব। যা পরিচালনা করেছিলেন কেতন মেহতা। ১৯৯২ সালে দিওয়ানা-র মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ। আর ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল মায়া মেমসাব। কেতন জানান, ছবির শ্যুট যখন চলছে তখন বেশ অসুস্থ ছিল তাঁর মা। কিন্তু আগে থেকে দিয়ে রাখা ‘প্রতিশ্রুতি’র কারণে মা-কে ‘সঙ্কটজনক’ অবস্থায় রেখেই চলে যান সিমলা শ্যুটিং করতে। এতটাই পেশাদার মানসিকতার ছিলেন শাহরুখ প্রথম থেকেি।
কেতন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাটস অফ টু শাহরুখ খান। সেই সময় তাঁর মা সঙ্কটজনক অবস্থায় ছিলেন। পুরো ইউনিট সিমলায় পৌঁছে গিয়েছে। শ্যুট করতে যাতে দেরি না হয় তাই তিনিও পৌঁছে যান। আমি তার এই ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, মায়া মেমসাব মুক্তির আগেই ১৯৯১ সালে দিল্লিতে মারা যান শাহরুখের মা।
কেতন জানান শাহরুখ খানের সুপারিশ করেছিলেন আজিজ মির্জা আর সইদ মির্জা। দুজনেই তরুণ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন টেলিভিশন শো ‘সার্কাস’-এ। ‘আমরা একটা নতুন মুখ খুঁজছিলাম। ও এল। আমরা বুঝলাম ওর এনার্জি ছোঁয়াচে। দেখেই যেন পছন্দ হয়ে গেল। সঙ্গেসঙ্গে কাস্ট করে নেই। প্রথম দৃশ্যটাই ছিল একটা তুষার ঝড়ের।’
শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে কেতন জানান, ‘ওর মধ্যে ছিল ভরপুর এনার্জি আর নিজেকে প্রমাণ করার তাগিদ।’
গুস্তাভ ফ্লাউবার্টের ম্যাডাম বোভারি অবলম্বনে তৈরি মায়া মেমসাবে আরও অভিনয় করেছিলেনন দীপা সাহি, ফারুক শেখ এবং রাজ বাব্বর। যদিও এটি শাহরুখের শ্যুট করা প্রথম চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল, তবে তা মুক্তি পায় দিওয়ানা, চামৎকার, রাজু বান গয়া জেন্টলম্যান এবং দিল আশনা হ্যায়-এর পরে।
কাজের সূত্রে, শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছে পাঠান সিনেমা। যা চলতি বছরের সবচেয়ে উপার্জিত বলিউড ছবি। মুক্তির অপেক্ষায় রয়েছে জাওয়ান আর ডাঙ্কি। যা মুক্তি পাওয়ার কথা যথাক্রমে সেপ্টেম্বর ও ডিসেম্বরে। সঙ্গে সলমন খানের টাইগার থ্রি-তেও কেমিও করবেন কিং খান।
চলতি সপ্তাহ হঠাৎ রটে যায় আমেরিকায় শ্যুট চলাকালীন নাকে চোট পেয়েছেন তিনি। রক্তপাত বন্ধ না হওয়ায় করতে হয়েছে অস্ত্রোপচারও। মঙ্গলবার, গৌরী ও আব্রামের সঙ্গে আমেরিকা থেকে ফেরার সময় মুম্বই এয়ারপোর্টে লেন্সবন্দি হলে অবশ্য সম্পূর্ণ সুস্থই দেখায় পাঠান অভিনেতাকে। পরে জানা যায়, সম্পূর্ণ সুস্থ আছেন বাদশা। চোটের খবর ছিল একেবারে ভুয়ো।
For all the latest entertainment News Click Here