সঙ্কটজনক ঐন্দ্রিলাকে নিয়ে ‘মিরাকেল’-এর আশায় সব্যসাচী, কী বলছেন চিকিৎসকরা?
হাওড়ার এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে গত দু-সপ্তাহ ধরে জীবনযুদ্ধ চালাচ্ছেন ঐন্দ্রিলা শর্মা। শরীরে কোনও সাড় নেই, গায়ে জ্বর। সংক্রমণ কখনও বাড়ছে, কখনও কমছে। কিন্তু ‘অতিমানবীয়’ লড়াই জারি রেখেছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী। গত ১লা নভেম্বর বাড়িতেই অসাড় হয়ে যায় ঐন্দ্রিলার শরীর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা জানান, ‘ব্রেন স্ট্রোক’-এর শিকার দু-বারের ক্য়ানসার জয়ী ঐন্দ্রিলা। মাঝে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন নায়িকা, সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু নতুন করে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে গত শুক্রবার। এরপর আতঙ্কের সঙ্গে কেটেছে গত তিনদিন। এর মাঝেই সোমবার সন্ধ্যায় ঐন্দ্রিলাকে নিয়ে প্রেমিক সব্যসাচীর পোস্ট- ‘মিরাকেল হোক, ঐন্দ্রিলার জন্য সবাই প্রার্থনা করুন’। ফেসবুকে এই বার্তা দেখে অনেকেই উদ্বিগ্ন, তবে কি একেবারেই ভালো নেই ঐন্দ্রিলা?
হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণ কিছুতেই কমছে না ঐন্দ্রিলার। সেটাই চিন্তার মূল কারণ চিকিৎসকদের। ওষুধ পালটে নতুন ওষুধের কোর্স চালু করা হয়েছে, নতুন অ্যান্টিবায়োটিক চলছে। জ্বর না কমায় স্পষ্ট শরীরে সংক্রমণ কমছে না অভিনেত্রীর, সেটাই ভালো লক্ষণ নয় বলে মনে করছেন চিকিৎসকরা।
এখনও আন্দুলের নারায়াণা সুপারস্পেশালিটি হাসপাতালের আইসিইউ-তে ‘সি প্যাপ’ সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। কোমার মধ্যেই রয়েছেন ‘জিয়ন কাঠি’ নায়িকা। ঐন্দ্রিলার এখনও সংকটজনক। তাঁকে নিয়ে কোনওরকম আশার বাণী দিতে পারছেন না চিকিৎসকরা। তাই সব্যসাচীর কথায় অনুযায়ী, ‘অলৌকিক’ কিছু ঘটবার জন্যই প্রার্থনা করছে সকলে। ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’- এটাই বলছেন তাঁর প্রিয়জন ও অনুরাগীরা।
সোমবার ঐন্দ্রিলাকে নিয়ে ঠিক কী লিখেছেন সব্যসাচী?
সোমবার সন্ধ্যায় সব্যসাচী ফেসবুকের দেওয়ালে লেখেন- ‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকেলের জন্য প্রার্থনা করুন। অলৌকিক কিছু একটা ঘটনা ঘটুক, প্রার্থনা করুন। সব কঠিন পরিস্থিতির সঙ্গে ও অতিমানবীয় লড়াই লড়ছে’।
For all the latest entertainment News Click Here