সকাল ৮.৩০-এ ম্যাচ, যেন স্কুল ফুটবল, জঘন্য মাঠ- সন্তোষ নিয়ে অসন্তুষ্ট বাংলার কোচ
একেবারে পাঁচে পাঁচ। সন্তোষ ট্রফিতে বাংলা টানা পাঁচটি ম্যাচ জিতে পৌঁছে গিয়েছে মূল পর্বে। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সরাসরি মূল পর্বে চলে গিয়েছে বাংলা। রবিবার গ্রুপের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ মহারাষ্ট্রকে হারিয়েই বাংলা পৌঁছে গেল সন্তোষ ট্রফি ২০২৩-এর চূড়ান্ত পর্বে। এর পরেও খুশি নন বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি সোমবার একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।
এ দিন কলকাতায় ফেরার বিমানে ওঠার আগে বিশ্বজিৎ বলছিলেন, ‘সকাল সাড়ে আটটা, সাড়ে এগারোটায় খেলা দিচ্ছে। কোনও নিয়মই নেই। এটা কি আমরা স্কুলের ম্যাচ খেলছি। এ ভাবে প্রফেশনাল ফুটবল চলে নাকি। ভারতের ফুটবল এ ভাবে এগোবে কী করে। এ ভাবে উন্নতি সম্ভব নাকি!’
তিনি এখানেই থামেননি। আরও বলেছেন, ‘মাঠ খারাপ, রেফারিং-এর মান খারাপ। কোনও মতে এত বড় একটা টুর্নামেন্ট করা যায় নাকি! এর পরেও আমরা আশা করব, ফুটবলের উন্নতি হবে!’ তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে রেফারি আমাদের বেশ কয়েকটি হলুদ কার্ড দেখিয়েছে। আমাদের বিরুদ্ধে জোর করে ফাউল দিয়েছে। সব কিছু প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা জিতেছি। এটুকুই যা প্রাপ্তি।’
রবিবার মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে সাময়িক ঝামেলা হয়েছিল। আচমকা বোতল উড়ে পড়তে শুরু করে মাঠে। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এই প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, ‘এটা কোনও বিষয়ই নয়। বাংলার দ্বিতীয় গোলের পর ওরাও (মহারাষ্ট্র) মাথা ঠিক রাখতে পারেনি। গ্যালারিতেও উত্তেজনা হয়েছিল। এটা হতেই পারে। বড় কোনও বিষয় নয়। ফুটবল মাঠেরই অঙ্গ।’
For all the latest Sports News Click Here