সকাল ৬টা উঠা, মেনুতে ডাল-ভাত-রুটি, আর্থার রোড জেলে কেমনভাবে কাটবে আরিয়ানের দিন?
তাঁর এক ইশারাতেই লাইন দিয়ে দাঁড়িয়ে যায় অগুণতি পরিচারক। মন্নতের রাজকুমার তিনি। বলিউডের কিং খানের ছেলে, অথচ আর্থার রোড জেলে একদম সাধারণ জীবনযাপন করতে হচ্ছে আরিয়ান খানকে। মাদককাণ্ডে গ্রেফতার তারকা-পুত্রকে গতকালই আর্থার রোড জেলে স্থানান্তরিত করেছে এনসিবি। একই মামলায় গ্রেফতার আরও পাঁচ জনের সঙ্গে আরিয়ানকে রাখা হয়েছে মুম্বইয়ের এই হাইপ্রোফাইল জেলের ১ নম্বর ব্যারাকে। জেলের ফার্স্ট ফ্লোরে স্পেশাল কোয়ারানটিন ব্যারাক এটি, করোনার জেরে এখানেই প্রথম পাঁচ দিন নিভৃতবাসে থাকবেন তাঁরা। পরে কোভিড টেস্টের পর অন্য ব্যারাকে শিফট করা হবে তাঁদের।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, আরিয়ান-সহ এই মামলা গ্রেফতার সকলের কোভিড রিপোর্ট নেগেটিভ। তাঁদের সকলের করোনা টিকার দুটি ডোজই নেওয়া রয়েছে বলে এনসিবি সূত্রে খবর। জেলে কোনওরকম ভিভিআইপি ট্রিটমেন্ট পাবেন না আরিয়ান। গত বৃহস্পতিবার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে আরিয়ানকে, এই সময়কালে ঠিক কোন রুটিন মেনে চলবেন বাদশা-পুত্র?
জানা গিয়েছে, প্রতিদিন ঘড়ি ধরে ঠিক ৬টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় প্রত্যেক অভিযুক্তকে। সকাল সাতটায় আসে জলখাবার। প্রতিদিন জেলে যা রান্না হবে তাই খেতে বাধ্য সকলে, বাইরের খাবার এক্কেবারে নিষিদ্ধ। সকাল ১১টায় মধ্যহ্নভোজ দেওয়া হবে। দুপুর ও রাতের মেনু কম-বেশি এক। তালিকায় থাকবে রুটি, তরকারি, ডাল এবং ভাত। আরিয়ানরা এখন সাধারণ পোশাকেই থাকতে পারবেন, জেলের পোশাক তাঁদের জন্য বরাদ্দ নয়।
দুপুরে খাওয়া শেষে হাজতের ভিতর হাঁটা-চলার অনুমতি রয়েছে সকল আসামী বা অভিযুক্তদের। কিন্তু শাহরুখ-গৌরী তনয়ের জন্য আগামী পাঁচদিন এই নিয়ম প্রযোজ্য নয়। নিভৃতবাস শেষে তাঁরা জেলে ঘোরাফেরা করতে পারবেন। আর্থার রোড জেলে সন্ধ্যা ৬টা-তে রাতের খাবার দেওয়া হয়। এর বাইরে জেলের ক্যান্টিন থেকে অন্য খাবার চাইলে অর্ডার দিতে পারেন আরিয়ান, সেক্ষেত্রে টাকা মানি অর্ডারের মাধ্যমে আনানো যেতে পারে। কিন্তু নিতে হবে জেল কর্তৃপক্ষের অনুমতি।
আগামী ১৪ দিন আরিয়ানের জন্য বরাদ্দ এমনই সাধারণ জীবন। প্রমোদতরীর সেই পার্টিতে যাওয়াই কাল হল শাহরুখ-পুত্রের জীবনে! গতকাল (শুক্রবার) আরিয়ানের জামিনের আর্জি খারিজ করেছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এরপর বিশেষ এনডিপিএস আদালতে আরিয়ান খানের জামিনের আর্জি জানাবে পরিবার।
For all the latest entertainment News Click Here