সকাল সকাল সুহত্রর কাঁধে, প্রেম করছেন দিতিপ্রিয়া? ব্যাপারটা কি?
অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়ের কাঁধে চড়ে বসেছেন দিতিপ্রিয়া রায়। টেলিপর্দার ‘রাণী রাসমণি’র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে চোখ রাখলেই দেখা যাচ্ছে সেই ছবি। মোট দুটি ছবি পোস্ট করা হয়েছে। রাস্তার মধ্যেই ছবিটা তোলা। দিতিপ্রিয়া ও সুহত্র দুজনেই বেশ হাসিখুশি ধরা পড়েছেন। ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন, ‘এখন এটা অফিসিয়াল। সঙ্গে থাকুন!’
দিতপ্রিয়ার রায়ের এমন পোস্টের পরই নেটপাড়া সরগরম। অনেকেরই উৎসুক প্রশ্ন তবে কি অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিতিপ্রিয়া রায়? কেউ কেউ দিতিপ্রিয়াকে শুভেচ্ছাও জানিয়েছে ফেলেছেন। তবে সত্যিটা কি? সত্যিই কি দিতিপ্রিয়া সুহত্রর সঙ্গে প্রেম করছেন? এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে দিতিপ্রিয়াকে ফোন করা হলে, অভিনেত্রী ফোন বেজে যায়।
![<p>দিতিপ্রিয়া ও সুহত্র</p> <p>দিতিপ্রিয়া ও সুহত্র</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/01/28/600x338/Screenshot_2023-01-27_202749_1674894481447_1674894582713_1674894582713.png)
দিতিপ্রিয়া ও সুহত্র
সুহত্র ও দিতিপ্রিয়া বাস্তবে প্রেম করছেন কিনা জানা নেই। তবে শোনা যাচ্ছে হইচই-এর ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। সেখানে তাঁদেরকে প্রেম করতে দেখা যাবে। এক গ্রাম্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যাবে শহুরে ছেলেকে। ওয়েবসিরিজটির নাম ‘ডাকঘর’। আগামী মে মাস থেকে ওয়েবসিরিজটির শ্যুটিং হওয়ার কথা রয়েছে। প্রথমে এই সিরিজে অভিনেতা সৌরভ দাসের অভিনয়ের কথা শোনা যাচ্ছিল, এখন শোনা যাচ্ছে, সৌরভের জায়গায় সুহত্র অভিনয় করবেন। ওয়েব সিরিজের গল্প অনুযায়ী গ্রামে এক শহুরে ছেলে এসে হাজির হন, যাঁর বাবা একসময় সেই গ্রামের পোস্টমাস্টার ছিলেন। তাঁর বাবা-মা আর বেঁচে নেই। তবে ছেলেটি বাবার কিছু কাজ সম্পূর্ণ করতে গ্রামে আসেন। তারপরই তাঁর সঙ্গে মেয়েটির আলাপ হয়। তারপরই এগোয় ডাকঘরের গল্প। সেই ওয়েবসিরিজে সুহত্রর সঙ্গে অভিনয়ের কারণে দিতিপ্রিয়া তাঁদের এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন, নাকি তাঁরা সত্যিই প্রেম করছেন তার উত্তর মেলেনি।
এদিকে ওয়েব সিরিজের হাত ধরেই বলিউডে পা রেখেছেন দিতিপ্রিয়া রায়। ‘স্টোরিজ অন দ্যা নেকসড পেজ’এ দেখা যাবে দিতিপ্রিয়াকে। বৃন্দা মিত্রর পরিচালনায় এই ওয়েবসিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। এছাড়াও ‘যদি এমন হতো’ ছবিতে শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন তিনি। তাঁকে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অন্নপূর্ণা’-তে অভিনয় করছেন দিতিপ্রিয়া। অন্যদিকে সুহত্র মুখোপাধ্যায়কে দেখা যাবে ‘দ্যা একেন’ ছবিতে একেনবাবুর সঙ্গী হিসাবে।
For all the latest entertainment News Click Here