সই-সাবুদ করে বিয়ে সেরেই বড়সড় পার্টি করলেন ফারহান-শিবানী, ফাঁস অন্দরের ছবি
সোমবার রাতে মুম্বইয়ের বাড়িতে ডিনার পার্টির আয়োজন করেছিলেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। এ দিন সকালে আইনি মতে সই-সাবুদ করে বিয়ে সারেন এই বলি তারকা জুটি। পরে সন্ধেবেলা পরিবার এবং বন্ধুদের সঙ্গে বাড়িতে ডিনার পার্টির আয়োজন করেছিলেন।
নব বিবাহিত দম্পতির পার্টিতে হাজির ছিলেন বলিউডের একগুচ্ছ তারকা। পরিচালক ফারহা খান একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। হানি ইরানি, রিয়া চক্রবর্তী, জোয়া আখতার, সাজিদ খান এবং শাবানা আজমি হাজির ছিলেন। তাঁদের সঙ্গে ছবিতে পোজ দিতে দেখা গিয়েছে ফারহাকে। শিবানীর বোন অনুষা দান্ডেকরও পার্টির অন্দরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ফারহানের বাবা জাভেদ আখতারও উপস্থিত ছিলেন পার্টিতে।
পাপারাৎজিদের অনুরোধ করা সত্ত্বেও এ দিন সন্ধ্য়ায় বাড়ির বাইরে দাঁড়িয়ে পোজ দেননি ফারহান এবং শিবানী। নব বধূকে এ দিন ল্যাভেন্ডার রঙের পোশাক পরে দেখা গিয়েছে। কালো পোশাকে ধরা দেন ফারহান। তবে আইনি মতে বিয়ে সারার পর সকাল বেলা পাপারাৎজিদের উদ্দেশ্যে পোজ দিয়েছিলেন নব দম্পতি।
শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। জাভেদ আখতারের খণ্ডালার খামারবাড়ি ‘সুকুনে’ বিয়ে সারেন তাঁরা। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছিলেন এই জুটি। এরপর সোমবার সই-সাবুদ করে বিয়ে সারেন।
কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান এবং শিবানী। বিয়ের এই শপথগুলি নিজেরাই লিখেছেন তাঁরা!
সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে এর আগে ১৭ বছর দীর্ঘ দম্পত্য সম্পর্কে ছিলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। ফারহান ও অধুনার দুই কন্যা সন্তান রয়েছে- শায়কা ও আকিরা। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই সন্তানের দেখভাল যদিও দুজনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল-সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।
For all the latest entertainment News Click Here