সংসারের চাবিকাঠি কার হাতে? অজয়ের উত্তরে হাসছেন সবাই
আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে কাজলের নতুন ওয়েব সিরিজ ‘ট্রায়াল’। সদ্যই সেটার ট্রেলার লঞ্চ হল। আর এই অনুষ্ঠানে স্ত্রীর পাশে ছিলেন অজয় দেবগন। তিনি বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন। সেখানে মিডিয়ার সঙ্গে একটি কথোপকথনের সময় অজয়কে জিজ্ঞেস করা হয় যে অভিনেত্রীর এই শোয়ের চরিত্র নয়নিকা সেনগুপ্তর মতোই কি তিনিই বাড়ির সমস্ত সিদ্ধান্ত নেন? উত্তরে অজয় যা বলেন তাতে সবারই হাসতে হাসতে পেটে খিল ধরে যায়।
সোমবার, ১২ জুন কাজলের ডেবিউ সিরিজ তথা ‘ট্রায়াল’ সিরিজটির ট্রেলার মুক্তি পেল। এই কোর্টরুম ড্রামায় অভিনেত্রীকে একজন হাউজওয়াইফ নয়নিকা সেনগুপ্তর চরিত্রে দেখা যেতে চলেছে। কিন্তু কেন তিনি আবার বাধ্য হলেন উকিলের বেশ পরতে, কেন ফিরলেন তিনি আবার এই পেশায় সেটাই হচ্ছে এই ছবির মূল গল্প। আসলে এই গল্পে তাঁর স্বামীর একটি কেচ্ছা বাইরে প্রকাশিত হয়ে যেতে দেখা যাবে, সেই কারণেই তাঁর জন্যই তিনি আবার আদালতে ফিরবেন।
আর এদিন এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই অজয়কে জিজ্ঞেস করা হয় কাজল কি পর্দার মতো বাস্তবেও এমন করেন? তাঁর রিল এবং রিয়েল লাইফের সঙ্গে কতটা মিল বিশেষ করে বাড়ির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? এই প্রশ্ন শোনার পরই কাজল এক প্রকার লাফিয়ে উঠে বলেন, ‘ও নয়। একদম নয়। আমি বলছি। ও একদম নয়।’ অজয় ঠিক তখনই তাঁকে জিজ্ঞেস করেন, ‘ও আপনার বিয়ে হয়ে গিয়েছে?’ আর এটা শুনেই সবাই হাসিতে ফেটে পড়েন। তিনি তারপর আবার বলেন, ‘তো, এই প্রশ্নের উত্তর আপনারা সবাই দিতে পারবেন। প্রশ্নের উত্তর তো একটাই।’
বিগত ২৪ বছর ধরে বিবাহিত সম্পর্কে আছেন কাজল এবং অজয় দেবগন। ‘হালচাল’ ছবির সেট থেকে তাঁদের প্রেম কাহিনি শুরু হয়। তারপরও ১৯৯৯ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন। ২০০৩ সালে জন্ম নেয় তাঁদের কন্যা নিসা। এবং ২০১০ সালে ভূমিষ্ঠ হয় তাঁদের দ্বিতীয় সন্তান যুগ।
অজয় দেবগনকে শেষবার ‘ভোলা’ ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছিল এই ছবি। এটা আদতে একটি দক্ষিণী ছবি কাইথির রিমেক ছিল।
For all the latest entertainment News Click Here