ষোলআনা বাঙালিয়ানা! ‘ঊষসী’ রুশার বিয়ের এলাহি মেনুতে কী কী ছিল? শুনলে জিভে জল আসবে
বাবা-মা’র পছন্দ করা পাত্রের সঙ্গে বৃহস্পতিবার সাত পাক ঘুরেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় ওরফে সবার প্রিয় ‘ঊষসী’। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের সুবাদে রাতারাতি আলোচনার শীর্ষে উঠে আসা অভিনেত্রী রুশা অবশেষে নিজের ১৩ বছর দীর্ঘ অভিনয় কেরিয়ারে ইতি টানলেন বিয়ের পর্ব সেরে। মাইক্রোসফটে কর্মরত অনুরণ রায়চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ‘ঊষসী’ রুশা। আমেরিকা-নিবাসী রুশার বর।
১৯ জানুয়ারি ইকো পার্কের সামনের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। জাঁকজমক করে বিয়ে করলেও বিয়েতে সেভাবে ইন্ডাস্ট্রির লোকজনের উপস্থিতি চোখে পড়েনি। কিন্তু বাঙালি কনের সাজে রুশার ছবি ইতিমধ্যেই ভাইরাল। প্রচলিত ট্রেন্ড ভেঙে বেনারসি নয়, বিয়ের দিন লাল কাঞ্জিভরম শাড়িতে সাজলেন রুশা। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আলতা রাঙা দু-হাতে শাখা-পলা। ‘সীমন্তিনী’ রুশার উপর থেকে চোখ ফেরানো দায়! বরের পরনে ছিল সুরু নকশা কাটা পাঞ্জাবি ও সুরু সোনালি পাড়ের ধুতি।
সাজে শুধু বাঙালিয়ানা ছিল তা নয়, রুশা-অনুরণের বিয়ের মেনুও ষোলআনা বাঙালিয়ানা। স্টাটারে ছিল নানারকম কাবাবের স্টল। ভেজ-ননভেজ দু’রকম আয়োজনই ছিল। মেন কোর্সের শুরুতেই কড়াইশুঁটির কচুরি। শীতের বিয়েবাড়ি তো এই পদছাড়া এককথায় অসম্পূর্ণ! তারপর কবিরাজি, পোলাও, মাংসে জমজমাট মেন কোর্স। শেষ পাতে মুখ মিষ্টি করার জন্য জিলিপি, বারড়ি, সন্দেশ আর নলেন গুড়ের রসগোল্লা। আপতত অনুরণের অশোকনগরের বাড়িতে থাকবেন ঊষসী। আপতত বিয়ে পরবর্তী নানানন আচার নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
আগামী মাসে বরের সঙ্গে আমেরিকায় পাড়ি দেবেন ঊষসী। সিয়াটেলে থাকেন অনুরণ, সেখানেই সংসার পাতবেন অভিনেত্রী। অভিনয় জীবনে ইতি টানার আফসোস নেই তাঁর। নতুন জীবন শুরু করার উচ্ছ্বাস চোখে-মুখে।
রুশা তাঁর অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন ২০০৯ সালে স্টার জলসায় ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে লাবণ্য চরিত্রে অভিনয় করে। এই সিরিয়ালের নায়িকা ললিতার (ঋতাভরী চক্রবর্তী) বোনের চরিত্রে অভিনয় করেছিলেন রুশা। ২০১৩ সালে কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক পান অভিনেত্রী। এরপর ২০১৩ সালে স্টার জলসায়র ‘তোমায় আমায় মিলে’-তে মুখ্য চরিত্রে দেখা মেলে তাঁর। এরপরে সেভাবে লিড রোলে দেখা না গেলেও ‘শ্রীময়ী’, ‘মহাপীঠ তারাপীঠ’ কিংবা ‘খেলাঘর’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তাঁর। সম্প্রতি স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এ আইপিএস অফিসার ঊষসী হিসাবে ক্যামিও রোলে দেখা মিলেছে রুশার। অভিনেত্রীর নতুন জীবনের জন্য রইল একরাশ শুভেচ্ছা।
আরও পড়ুন- টুকটুকে কনে বউ রুশা, মাথায় টোপর, মুখে হাসি! দেখে নিন আমেরিকা-নিবাসী পাত্রকে
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here