শ্রেয়সকে কীভাবে আউট করা যাবে, ডাগ-আউটে বসে বলে দেন মুরলি, অক্ষরে অক্ষরে মিলে যায়
উমরান মালিকের নিখুঁত ইয়র্কারে শ্রেয়স আইয়ারের স্টাম্প ছিটকে যেতেই হায়দরাবাদের ডাগ-আউটে উচ্ছ্বাসে লাফিয়ে উঠতে দেখা যায় ডেল স্টেইনকে। উচ্ছ্বসিত দেখায় দলের আরও এক সাপোর্ট স্টাফ মুথাইয়া মুরলিধরনকেও। ক্রিকেটারদের সাফল্যে কোচেদের এমন সেলিব্রেশন খুব কমই দেখা যায়। স্বাভাবিকভাবেই বিষয়টি মন কাড়ে ক্রিকেটপ্রেমীদের।
তবে স্টেইন ও মুরলির এমন উচ্ছ্বসিত হওয়ার কারণ জানা গেল অবশেষে। ম্যাচের শেষে স্টেইন নিজেই খোলসা করলেন কারণটা। তিনি জানান যে, কিংবদন্তি মুরলির ধারণা সত্যি প্রমাণিত হওয়াতেই ডাগ-আউটে তাঁদের মধ্যে উদ্দীপণা দেখা দিয়েছিল।
আরও পড়ুন:- SRH vs KKR: নিজেই যেন আউট করলেন! উমরানের ১৪৮.৮ কিমির ইয়র্কারে শ্রেয়সের স্টাম্প ভাঙতেই উচ্ছ্বাস স্টেইনের: ভিডিয়ো
আসলে ম্যাচের সেই পর্যায়ে শ্রেয়স আইয়ারকে আউট করার জন্য ইয়র্কারই উমরানের যথাযথ হাতিয়ার হতে পারে বলে হায়দরাবাদের ডাগ-আউটে মত পোষণ করেন মুরলি। তবে স্টেইন ও টম মুডি মুরলির সঙ্গে একমত ছিলেন না। তাঁদের ধারণা ছিল যে, এমন সময় উমরান ইয়র্কার দেওয়ার চেষ্টা করলে শ্রেয়স তাঁকে অম্পায়ারের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাতে পারেন। যদিও শেষমেশ মুরলিই সত্যি প্রমাণিত হন। উমরান দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন নাইট দলনায়ককে
স্টেইন এপ্রসঙ্গে বলেন, ‘আপনাদের মিথ্যা বলব না। আসলে মুরলি বলছিল যে, সেই মুহূর্তে ইয়র্কারই সেরা ডেলিভারি হতে পারে। টম আর আমি মুরলির দাবি উড়িয়ে দিই। বলি যে, যদি ও এখন ইয়র্কার করে, তবে মাথার উপর দিয়ে চার হজম করতে হবে। শেষে উমরান ইয়র্কার ডেলিভারিতেই স্টাম্প উপড়ে দেয়। আমি তখন মুরলির উপরে ঝাঁপিয়ে পড়ি। বিষয়টা ছিল এরকম যে, তুমি স্পিন বোলিং কোচ হয়েও কীভাবে এমন বলে দিতে পারলে!’
For all the latest Sports News Click Here