শ্রেয়স আইয়ারের স্পিন দেখে অবাক বিরাট কোহলি, নেটিজেনরা মুরলিধরনের কথা মনে বললেন
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। প্রথমে বিরাট কোহলি ও শুভমন গিলের সেঞ্চুরির সাহায্যে ৫ উইকেটে ৩৯০ রান করেছিল ভারত। এরপর শ্রীলঙ্কার ইনিংস ৭৩ রানে শেষ হয়ে যায়। ৩১৭ রানে জয়ী হয় টিম ইন্ডিয়া। পাহাড় থেকে লক্ষ্যমাত্রার সামনে আগেই অস্ত্র গুটিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা দল। একটা সময়ে ম্যাচের ১৬ ওভারে ৫১ রানে ৮ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সফরকারী দলের খারাপ অবস্থা দেখে ১৮তম ওভারে শ্রেয়স আইয়ারের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। তখন শ্রীলঙ্কার স্কোর ১৭ ওভারে ৮ উইকেটে ৫৫ রান করে ছিল।
আরও পড়ুন… প্লেয়ার অফ দ্য সিরিজ কেন একা কোহলি হবেন- সিরাজের জন্য প্রশ্ন করলেন গৌতম গম্ভীর
রাউন্ড দ্য উইকেটে বল করছিলেন শ্রেয়স আইয়ার। স্ট্রাইকে ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু কুমারা। প্রথম বলেই শ্রেয়স আইয়ার এতটা টার্ন করালেন যে সকলেই চমকে যান। একটা সময়ে মনে হচ্ছিল কুলদীপ যাদবের মতো একজন স্পিনার যেন বোলিং করছেন। শ্রেয়সকে কখনই অস্থায়ি স্পিনার মনে হয়নি। শ্রেয়সের বলের পরে স্লিপে দাঁড়িয়ে বিরাট কোহলির প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। আইয়ার বাইরে বল করছেন। পিচে বল আঘাত করার পর বলটি খুব দ্রুত অফ স্টাম্প থেকে বেরিয়ে উইকেটরক্ষক কেএল রাহুলের গ্লাভসে চলে যায়। শ্রেয়স আইয়ারের স্পিন দেখে বিরাট কোহলিও বেশ অবাক হয়ে যান। বল দেখে মুখে হাত রাখলেন বিরাট কোহলি। আপনি নীচের ভিডিয়োতে তাঁর প্রতিক্রিয়া দেখতে পারেন। আইয়ার ১ ওভার বোলিং করেন এবং খরচ করেছিলেন মাত্র ২ রান।
আরও পড়ুন… বিরাটের রান খরার সময় এত কথা শোনানো হয়েছিল, রোহিতকেও সেরকম বলা উচিত- গম্ভীর
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডে জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষ ওয়ানডেতে ক্লিন সুইপের দিকে নজর ছিল তাদের। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি এই ম্যাচে অপরাজিত ১৬৬ রান করেছিলেন। শেষ চার ওয়ানডেতে তিনটিতে সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া ওপেনার শুভমন গিল ৯৭ বলে ১১৬ রান করেন এবং রোহিত শর্মা ৪৯ বলে ৪২ রান করেন। টিম ইন্ডিয়ার স্কোর বোর্ডে তুলেছিল ৩৯০ রান।
৩৯১ রানের বিশাল টার্গেটের সামনে একপ্রকার আত্মসমর্পণ করেছিল শ্রীলঙ্কা দল। ২২ ওভারে ৭৩ রানে অলআউট হয়ে যায় গোটা শ্রীলঙ্কা দল। ওডিআই ক্রিকেটে রানের সবচেয়ে বড় জয় পায় টিম ইন্ডিয়া। বোলারদের কথা বলতে গেলে ৩২ রানে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। এছাড়া মহম্মদ শামি ও কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট। শ্রীলঙ্কার মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্ক পার করেন। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক রোহিত শর্মা ১৮তম ওভার করতে দিয়েছিলেন। এই সময় তার স্পিন ডেলিভারি বিরাট কোহলিকেও অবাক করেছিল এবং তিনি একটি মজার প্রতিক্রিয়াও দিয়েছিলেন। যদিও আইয়ারের বোলিং ইকোনমি ছিল খুবই কম। তিনি দিয়েছেন মাত্র ২ রান। শ্রেয়স আইয়ারের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। নেটিজেনরা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের বোলিং দেখে মুথাইয়া মুরলিধরনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here