শ্রীলেখা মিত্রের গ্ল্যামারের রহস্যের পর্দা ফাঁস! কোন গোপন তথ্য জানালেন অভিনেত্রী
শ্রীলেখার গ্ল্যামারের গোপন রহস্য কি এবার ফাঁস করে দিলেন নায়িকা। তাও একেবারে সোশ্যাল মিডিয়ায়, সবার সামনে! আপনিও কি সেই গোপন টোটকা অ্যাপ্লাই করে দেখতে চান নাকি? তাহলে আসুন দেখে নেওয়া যাক কী জানালেন অভিনেত্রী।
বুধবার, ১৪ ডিসেম্বর অভিনেত্রী সকাল সকাল একটি পোস্ট করে বলেন কেউ কী তাঁর উজ্জ্বল স্কিনের গোপন রহস্য জানতে চান? কী লিখেছিলেন তিনি সেই পোস্টে? অভিনেত্রীর কথায়, ‘আমার গ্লোয়িং স্কিনের রহস্য…, মাসির হাতের রান্না করা সেক্সি ডিমের ঝোল ভাত।’ ডিমের ঝোল ভাত তাও কিনা ‘সেক্সি!’ আর সেটা খেয়েই অভিনেত্রীর ত্বকের জেল্লা বাড়ছে!
আপনিও কি ত্বকের জেল্লা বাড়াতে চান? তাহলে হয় শ্রীলেখা মিত্রের ‘মাসির’ তৈরি এই ডিমের ঝোল ভাত খেতে হবে কিংবা, সেই খাবারের রেসিপি জানতে হবে। তাহলেই কেল্লাফতে! তাহলেই আপনিও ‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা মিত্রের মতো সুন্দরী এবং গ্ল্যামারাস হয়ে উঠবেন। শ্রীলেখার এই পোস্টে তাঁর সহকর্মী তথা বন্ধু সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় কমেন্ট করে বলেন, ‘আসছি খেতে?’
কিছুদিন আগেই তিনি ‘লেজেন্ড অব বেঙ্গল’ সম্মান পেয়েছেন শ্রীলেখা। অভিনেত্রীর মুকুটে এই নতুন পালক জুড়ল তাঁর বিভিন্ন সমাজসেবা মূলক কাজের জন্য, সারমেয়দের জন্য তিনি যা করেন, অন্যায় দেখলে যেভাবে প্রতিবাদে গর্জে ওঠেন সেটাকেই সম্মান জানিয়ে এই পুরস্কার দেওয়া হল তাঁকে। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফে তাঁকে এই সম্মান দেওয়া হয়। রোটারি সদনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। অভিনেত্রী সেই কথা সকলের সঙ্গে একটি পোস্টের মাধ্যমে ভাগ করে নেন। তিনি লেখেন, ‘নিন্দুকরা শুনছ/শুনছেন?’
অভিনেত্রীকে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায়। কখনও তিনি নিজের ব্যক্তিগত অনুভূতির কথা ভাগ করে নেন, তো কখনও অন্যায়ের প্রতিবাদ করেন তো কখনও তাঁর বিভিন্ন কাজের কথা জানান।
For all the latest entertainment News Click Here