শ্রীলঙ্কায় জ্বালানির সংকট! পেট্রোলের অভাবে অনুশীলনেই যেতে পারছেন না করুণারত্নে
শ্রীলঙ্কার ক্রিকেটার চামিকা করুণারত্নে, যিনি ২০১৯ সালে তার আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। দেশে চলতি পেট্রোল ঘাটতিতে গভীরভাবে উদ্বিগ্ন তিনি। কারণ এরফলে নিয়মিত অনুশীলনে যেতে পারছেন না চামিকা। দুই দিন লাইনে দাঁড়িয়ে গাড়িতে তেল ভরেছেন। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, চামিকা করুণারত্নে বলেন, ‘দুই দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর ভাগ্যক্রমে পেট্রোল পেয়েছি, প্রচুর জ্বালানী সংকটের কারণে আমি আমার ক্রিকেট অনুশীলনেও যেতে পারিনি।’
স্বাধীনতার পর থেকে জ্বালানি তেলের তীব্র সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটে পড়েছে গোটা দেশ। কি হবে তাও জানেন না চামিকা করুণারত্নে। তিনি বলেন,‘আমি এমন দিনে আসছি যখন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দুটি গুরুত্বপূর্ণ সিরিজ ও ম্যাচ ঘোষণা করা হয়েছে।’
আরও পড়ুন… ‘এমন নির্বাচক জন্মায়নি যে কোহলিকে বাদ দেবে,’ কপিলকে চ্যালেঞ্জ লতিফের!
শ্রীলঙ্কা অগস্টে এশিয়া কাপের আয়োজক হবে, দেশের টি-টোয়েন্টি লিগের তারিখও ঘনিয়ে আসছে। করুণারত্নে বলেছেন, ‘এশিয়া কাপ আসছে এবং এলপিএলও এই বছর নির্ধারিত রয়েছে। আমি জানি না কী হবে কারণ আমাকে অনুশীলন করতে এবং ক্লাব মরশুমে অংশ নিতে কলম্বো এবং বিভিন্ন জায়গায় যেতে হবে। জ্বালানির অভাবে অনুশীলনে যেতে পারছি না। পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে থাকায় দুদিন থেকে কোথাও যাইনি। ভাগ্যক্রমে আমি আজ এটি পেয়েছি কিন্তু দশ হাজার টাকার এই পেট্রোল সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকবে।’
আরও পড়ুন… ‘এমন নির্বাচক জন্মায়নি যে কোহলিকে বাদ দেবে,’ কপিলকে চ্যালেঞ্জ লতিফের!
আসন্ন ২০২২ এশিয়া কাপের জন্য চমিকা নিজের এবং শ্রীলঙ্কা দলের প্রস্তুতি সম্পর্কে আত্মবিশ্বাসী। তবে সাম্প্রতিক সংকট সম্পর্কে উদ্বেগও প্রতিফলিত হয়েছে তার গলায়। তিনি বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত এবং আমি মনে করি বড় আসরের জন্য দেশটি যথেষ্ট জ্বালানি জোগাবে। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি এবং ম্যাচটা ভালো হয়েছে। এমনকি এশিয়া কাপের প্রস্তুতিও চলছে।’ জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কা সফরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই সফরে এসেছে পাকিস্তান।
For all the latest Sports News Click Here