শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
শুভব্রত মুখার্জি: প্রত্যাশা মতোই চলতি মেয়েদের সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ানশিপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ দল। লঙ্কান মেয়েদেরকে কার্যত একপেশে ম্যাচে দুরমুশ করে ফাইনালে চলে গেল বাংলাদেশ দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতীয় দল। উল্লেখ্য এই ভারতীয় দলকেই চলতি টুর্নামেন্টে তারা এর আগে ১-০ ফলে হারিয়েছিল।
সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত গোলের উৎসব উদযাপন করল বাংলাদেশের মেয়েরা। লঙ্কান ডিফেন্সকে এদিন প্রতি মুহূর্তে চাপে রাখল বাংলাদেশ। রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হ। ম্যাচটি। লঙ্কানদের বিপক্ষে ১২-০ গোলে বিশাল ব্যবধানে জয় পেল গোলাম রব্বানী ছোটনের মেয়েরা।
প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের চার গোলের সাথে তারা যোগ করে আরও ৮টি গোল। ১২-০ গোলে জয়ের মধ্যে দিয়ে স্বাগতিকরা ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার লড়াইয়ে রব্বানির মেয়েদের প্রতিপক্ষ ভারত।
প্রসঙ্গত নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচেই ভুটানকে ৬ গোল দিয়ে হারিয়ে ঘুরে দাড়ায় বাংলাদেশ। এরপর শক্তিশালী ভারতের বিপক্ষে তারা ১-০ গোলের জয় তুলে নেয়। আগামী ২২ ডিসেম্বর একই ভেন্যুতে ফাইনালে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে ভারতের। আজ ভারতের সঙ্গে ড্র করলেই নেপাল ফাইনালে যেত। কিন্তু অতিমাত্রায় রক্ষণাত্বক ফুটবল খেলা নেপাল ১-০ গোলে হেরে যাওয়াতে কার্যত ভাগ্য শিকে ছিড়ে যায় বাংলাদেশের।
For all the latest Sports News Click Here