শ্রীলঙ্কাকে এড়িয়ে সহজ প্রতিপক্ষ পেল ভারত, কী পরিস্থিতি T20 WC-এ সুপার টুয়েলভের
বৃহস্পতিবার ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের চিত্রটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। প্রথম রাউন্ডের গ্রুপ-‘এ’-র ম্যাচে শ্রীলঙ্কা ১৬ রানে হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। এ দিকে নামিবিয়াকে ৭ রানে হারায় সংযুক্ত আরব আমিরশাহি। এর ফলে যেটা হয়, তাতে সুবিধে পেয়ে যায় নেদারল্যান্ডস। নিজেরা হারলেও, নামিবিয়া হেরে যাওয়ায়, তারা সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করে ফেলে।
আসলে নামিবিয়া জিতলে, নেদারল্যান্ডস এবং তাদের পয়েন্ট সমান হত। রানরেটে বেরিয়ে যেত নামিবিয়া। কিন্তু সে রকম কিছু হতে দেয়নি ইউএই। স্বস্তি পেয়েছে নেদারল্যান্ডস। এ দিকে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গিয়েছিল। যেটা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বড় অঘটন। কিন্তু তার পরে ঘুরে দাঁড়ায় লঙ্কা ব্রিগেড। প্রথমে তারা সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দেয়। তার পর বৃহস্পতিবার হারাল নামিবিয়াকে। প্রথম রাউন্ডের গ্রুপ-‘এ’-র শীর্ষে থেকে সুপার টুয়েলভে পৌঁছে গেল শ্রীলঙ্কা।
আরও পড়ুন: রোভম্যানের ১০৪ মিটার লম্বা ছক্কা,মাথায় হাত দিয়ে হাঁ করে দেখলেন আকিল
সুপার টুয়েলভ পর্বে শ্রীলঙ্কা খেলবে গ্রুপ ওয়ানে। যে গ্রুপে রয়েছে গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান। এই গ্রুপে আবার প্রথম রাউন্ড থেকে জায়গা করে নেবে গ্রুপ-‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা দল।
এ দিকে নেদারল্যান্ড জায়গা পেল ভারত-পাকিস্তানদের গ্রুপে। অর্থাৎ গ্রুপ টু-তে। এই গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। এই গ্রুপে আবার ঢুকবে গ্রুপ-‘বি’-র শীর্ষস্থানে থাকা দল।
আরও পড়ুন: প্রথম ম্যাচ দেখে শাহিনকে সাদামাটা বলেছিলেন ভারতীয় প্রাক্তনী, আজকের পর কী বলবেন?
গ্রুপ-‘বি’-র টিমগুলোর একটি করে ম্যাচ এখনও বাকি রয়েছে। এই গ্রুপে টানটান উত্তেজনার পরিস্থিতি। এই গ্রুপের চারটি দল অর্থাৎ স্কটল্যান্ড, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড প্রত্যেকের পয়েন্ট দুই করে। রানরেটের বিচারে দলগুলি এগিয়ে পিছিয়ে রয়েছে। এই গ্রুপের ২টি ম্যাচ শুক্রবার খেলা হবে। একদিকে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। অন্যদিকে স্কটল্যান্ড-জিম্বাবোয়ে লড়াই করবে। সহজ হিসেব- যে ২টি দল জিতবে তারাই সুপার টুয়েলভে জায়গা করে নেবে। রানরেট বেশি কমের উপর গ্রুপ ওয়ান বা গ্রুপ টু নির্ভর করবে।
For all the latest Sports News Click Here