শ্রীমাকে আচমকা এক লাথিতে জলে ফেললেন অনিন্দ্য! দেখে নিন ভিডিয়ো
শৈশবে স্কুল এক্সকারশনে যাওয়ার কথা মনে পড়ে? সেগুলি থেকে কিছু শেখা হোক বা না হোক, হইহুল্লোড় হত ষোলোআনা। আপাতত ঠিক তেমনই অবস্থা টিম ‘খড়কুটো’র। মধুচন্দ্রিমার শ্যুট করতে কলকাতা ছেড়ে সম্ভবত গোপালপুর গিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শ্রীমা ভট্টাচার্য। আর কাজের ফাঁকেই এক প্রকার দাপিয়ে বেড়াচ্ছেন চার তারকা। তারই ঝলক মিলল ‘রাহুল’ অনিন্দ্যর একটি রিলে।
আপাতত গোপালপুরের একটি বিলাসবহুল রিসর্ট তাঁদের আস্তানা। আর সেখানেই যত লম্ফঝম্প! চলছে সাঁতার-পর্বও। চার তারকাই স্যুইমিং পুলের স্বচ্ছ নীল জলে গা ভিজিয়েছেন। পর্দায় যেমনই সম্পর্ক হোক, বাস্তবে ‘দিদি’ শোলাঙ্কিকে কোলে তুলে নিয়েছেন শ্রীমা! এখানেই শেষ নয়। শ্যুটের বাইরেও বহাল থাকল রাহুল-দ্যুতির খুনসুটি। শ্রীমার অজান্তে আচমকা তাঁকে এক প্রকার লাথি মেরেই জলে ফেলে দিলেন অনিন্দ্য। সবটাই যদিও ঘটে নিছক মজার ছলে। এই চারজনের সঙ্গী হয়েছেন রিয়াজ লস্কর এবং অনুষ্কা গোস্বামী। পর্দার নবদম্পতিকে যদিও এই ভিডিয়োয় দেখা যায়নি।
(আরও পড়ুন: ‘খড়ি আর ঋদ্ধিকে এত কষ্ট দাও কেনো?’ ফাটাফাটি জবাব দিল ‘রাহুল’ অনিন্দ্য)
ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধীরে ধীরে কাছে আসছে ঋদ্ধি-খড়ি। অভিমানের বরফ গলছে। মান-অভিমানের পালা ভুলে চলছে খুনসুটি। তাদের মধুচন্দ্রিমায় পাঠাতে চায় দাদু-ঠাম্মা। সঙ্গে যাবে রাহুল-দ্যুতি, বনি-কুণালও। নাতি-নাতবৌদের ঘুরতে পাঠানোর সব ব্যবস্থাও করে ফেলে তারা।
প্রথমে খড়ি আপত্তি করলেও শেষমেশ রাজি হতে হয় তাকে। শুরু হয় মধুচন্দ্রিমার প্রস্তুতি পর্ব।
(আরও পড়ুন: ‘গাঁটছড়া’র সেটে একের পর এক ফোন চুরি, কার দিকে অভিযোগের আঙুল তুললেন অনিন্দ্য?)
বিগত বেশ কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বেশ কিছুটা পিছিয়েছে ‘গাঁটছড়া’। হাতছাড়া হয়েছে ‘বাংলার সেরা তকমা’। সিংহ রায় পরিবারের তিন জোড়া জুটির মধুচন্দ্রিমা পর্বই কি হতে চলেছে তুরুপের তাস? গল্পের নয়া মোড় কি ফের শীর্ষস্থানে নিয়ে যাবে ধারাবাহিককে? এখন সেটাই দেখার।
For all the latest entertainment News Click Here